শিখনে আগ্রহের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। বাঞ্ছিত আগ্রহ সৃষ্টিতে শিক্ষার ভূমিকা লেখো। শিক্ষার ক্ষেত্রে পিপুর আগ্রহের প্রয়োজনীয়তা লেখো।
উত্তর
শিখণে আগ্রহের ভূমিকা
শিক্ষায় আগ্রহের পুরুত্ব অপরিসীম। প্রেষণা সৃষ্টিতে আগ্রহের ইতিবাচক ভূমিকা সম্পর্কে সব মনোবিজ্ঞানীই একমত। তাই শিক্ষা-কর্মসূচির অন্যতম পুরুত্বপূর্ণ বিষয় হল আগ্রহের বিকাশ এবং বাস্থিত আগ্রহ সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ।
আগ্রহ বিকাশে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি হল-
[1] শিক্ষার লক্ষ্য হল শিশুর শারীরিক, বৌখিক, সামাজিক ও প্রাস্কোডিক বিকাশ-সহ আগ্রহ বিকাশে উপযুক্ত কর্মসূচি পরিকল্পনা করা।
[2] স্বতঃস্ফূর্ততা আগ্রহ বিকাশে বিশেষ সহায়ক। তাই শিশুকে যতটা সম্ভব স্বাধীনতা দিয়ে তার স্বতঃস্ফূর্ততাকে উৎসাহ দিতে হবে।
[3] শিশু যাতে পছন্দমতো বিষয় নির্বাচন করতে পারে, সে ব্যাপারে তাকে স্বাধীনতা দিতে হবে। একইভাবে সে যাতে তার পছন্দমতো সহপাঠক্রমিক কার্যাবলিতে অংশয়ন্ত্রণ করতে পারে, তার ব্যবস্থাও করতে হবে।
[4] শিশুর আগ্রহের দিকাষ্ট লক্ষ করে বিভিন্ন পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কর্মসূচির মধ্যে দিয়ে আগ্রহ বিকাশের অনুকুল পরিবেশ গঠন করা প্রয়োজন ।
[5] শিশুর আগ্রহের পরিধিকে বিস্তৃত করার জন্য তাকে দাঁ অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।
বাঞ্ছিত আগ্রহ সৃষ্টিতে শিক্ষার ভূমিকা
শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীকে অভিযোজনে সাহায্য করা। সং অভিযোজনের জন্য বিভিন্ন দিকে আগ্রহের প্রয়োজন হয়। বিশ্ব মধ্যে বাস্থিত আগ্রহ সৃষ্টির ব্যবস্থা করাই হল লিভার অন্যতম तथा
প্রয়োজনীয় বিষয়গুলি হল-
[1] স্বাস্থ্যের বিকাশ: শিক্ষার্থীর দৈহিক ও মানসিক স্বাস্থোর ি বিশেষ নজর দিতে হবে। দৈহিক স্বাস্থ্যের জন্য নিয়মিত খেলাধুলা, বায় যোগাসন প্রভৃতির বাবস্থা করতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য একদি যেমন বৌখিক অনুশীলনের ব্যবস্থা থাকবে, অন্যদিকে তেমনই কি রকমের বিনোদনমূলক উপকরণের যথাযথ ব্যবস্থা রাখা প্রয়োজন।
[2] সহপাঠক্রমিক কার্যাবলির প্রচলল: বিদ্যালয়ে বিভিন্ন ধর সহপাঠক্রমিক কার্যাবলির মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়ে আগ্রহ সৃষ্টি কর উদ্যোগ নিতে হবে। বিদ্যালয়ে স্বায়ত্তশাসনের ব্যবস্থা, বি সংযোগিতামূলক কাজ, শিক্ষামূলক ভ্রমণ, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ইরা কর্মসূচিতে অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রশাসনিক কাজে আগ্রহ সৃষ্টি করা যে পারে। বিদ্যালয়ের বাৎসরিক পত্রিকা, দেয়াল পত্রিকায় সক্রিয় অংপাওয়া মধ্যে দিয়ে সাহিত্যে আগ্রহ সৃষ্টি করা সম্ভব।
[3] বই পড়ায় উৎসাহদান: পঠনের প্রতি শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টির উদ্দে শিক্ষক ও অভিভাবকরা বিভিন্ন বিষয়ের ওপর লেখা বই পড়তে উৎসাহ দেবেন।
শিখার ক্ষেত্রে শিশুর আগ্রহের প্রয়োজনীয়তা
শিক্ষার ক্ষেত্রে শিশুর অনুরাগ বা আগ্রহ (interest) বিশেষভাবে প্রয়োজন প্রেণিশিক্ষণ যদি শিশুর মধ্যে ভবিষ্যৎ জীবনের উপযোগী বিষয় সরঙ্গে আ বা অনুরাগ সন্তার করতে সক্ষম হয়, তাহলে শিক্ষার্থীর পক্ষে তা মঙ্গলজ হয়। শিক্ষায় শিশুর আগ্রহের প্রয়োজনীয়তার কয়েকটি দিক হল-
[1] শিক্ষণীয় বিষয়ে যদি শিশু আগ্রহ বোধ করে, সেক্ষেত্রে মনোতে স্বাভাবিকভাবেই দেখা দেয়। ফলে শিখন কার্যকরী হয়।
[2] আগ্রহ প্রেষণা সৃষ্টিতে সাহায্য করে। আর এই প্রেষণা শিখনের অন্য প্রধান শর্ত।
[3] আগ্রহ শিশুকে সক্রিয় করে তোলে। সক্রিয়তা শিখনের ক্ষেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
[4] শিশুর আগ্রহ বা অনুরাগ অনেক সময় শিশুকে নতুন কিছু সৃষ্টি অনুপ্রাণিত করে। সৃজনশীল ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য হল নতুন প্রতি আগ্রহ।
[5] শিশুর অনুরাগ বা আগ্রহের ঠিকমতো অনুশীলনই তাকে ভবিষ জীবনে সফল হতে সাহায্য করে।
বর্তমানে শিক্ষাবিদরা শিশুর আগ্রহ বা অনুরাগকে বিশেষ দেওয়ার জন্য পাঠ্যবিষয় হিসেবে যেমন বিভিন্ন 'ঐচ্ছিক বিষয়'কে স্বাঁধু দিয়েছেন, তেমনি বিভিন্ন রকমের সহ-পাঠক্রমিক কার্যসূচির সুযোগ। করেছেন।