welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

আগ্রহের বৈশিষ্ট্য বর্ণনা করো।

আগ্রহের বৈশিষ্ট্য বর্ণনা করো।


উওর 

আগ্রহের বৈশিষ্ট্য 

আগ্রহের ধারনাটি স্পষ্ট করতে এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি উল্লেখ করা হলো-

1. বংশগত ও অর্জিত: আগ্রহ সম্পূর্ণ  অর্জিত নয়, কারণ আগ্রহে বংশধারা কিছু প্রভাব দেখা যায়। 

2. স্থায়ী: আগ্রহ ব্যক্তিত্বের একটি স্থায়ী মানসিক সংগঠন বা প্রলক্ষণ বুদ্ধি ছাড়া অনান্য সব অভীক্ষা করে চেয়ে আগ্রহের স্কোরের স্থায়িত্ব বেশি। 

3. বিকাশশীল : একটা সাধারণ ডিম ঠিক রেখে বয়সের সঙ্গে সঙ্গে আগ্রহের বিকাশ ঘটে থাকে। 

4. সামাজিক পরিবেশ দ্বারা প্রভাবিত: সামাজিক পরিবেশ, বিশেষত সামাজিক আশা প্রত্যাশা এবং অবস্থান আগের ওপর প্রভাব বিস্তার কর।

5. চাহিদার পরিবর্তে অপর নির্ভরশীল: ব্যক্তি ও সমাজের চাহিদার পরিবর্তে সঙ্গে সংগতি রেখে আগ্রহের মধ্যে পরিবর্তন দেখা যায়। সাধারণ 25 বছরের পর আগ্রহের পরিবর্তন আর দেখা যায়না। পরিবর্তন বেশি হয় 15 থেকে 20 মধ্যে ।

6. ব্যক্তিভেদে পৃথক : এই রূপ সমান পরিবেশ পরিস্থিতিতে ব্যক্তিদের আগ্রহের ব্যাপক পার্থক্য করা যায়। 

7. সাফল্যর অভিজ্ঞতা নির্ভর: সাফল্যের অভিজ্ঞতা আগ্রহের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

8. পরিমাপ যোগ্য: অগ্রেহ পরিমাপ যোগ্য। আগ্রহের পরিমাপের জন্য বর্তমানে একাধিক অভীক্ষা ব্যবহৃত হয়। 

9. তৃপ্তি দায়ক : ব্যক্তি তার আগ্রহে অনুযায়ী কাজ করার সুযোগ পেলে তার মধ্যে তৃপ্তি দেখা যায়।

10. আগ্রহ নির্ভর: আগ্রহ মনোযোগ প্রাথমিক শর্ত। আগ্রহ বা আনুরাগ না জন্মালে কোনো কাজে মন দেওয়া যায় না।

11.চাহিদা নির্ভর: আগ্রহ সৃষ্টির মূল কারণ হলো চাহিদা। শিক্ষার্থী বা ব্যক্তি যখন কোন বিষয়ে চাহিদা বোধ করে, তখনই তার মধ্যে ওই বিষয়টির প্রতি অনুরাগ বা আগ্রহ সৃষ্টি হয় ।

12. অনুভূতির নির্ভর : বহু ক্ষেত্রে এর ব্যক্তি এমন বিষয়ের প্রতি অনুরাগ বা আগ্রহ দেখায় যার প্রতি তার সেন্টিমেন্ট যুক্ত থাকে ।

13.সামাজিক পরিবেশ নির্ভর: সামাজিক পরিবেশ ও সংস্কৃতি ব্যক্তির আগ্রহে সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে পাশ্চাত্য দেশের ব্যক্তিদের আগ্রহের সঙ্গে প্রাচ্য দেশীয় ব্যক্তিদের আগ্রহের পার্থক্য লক্ষ্য করা যায়। 

14. সক্রিয়তা: কোন ব্যক্তি মধ্য অনুরাগ সৃষ্টি করতে হবে, ব্যক্তির সক্রিয়তা নিশ্চিত করা প্রয়োজন। 

15. সুযোগ-সুবিধা দান: অনেক সময় কোন বিশেষ বিষয়ে ব্যক্তিকে সুযোগ-সুবিধা দিলে ব্যক্তির মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। 

16. আগ্রহ হলো সুপ্ত মনোযোগ: মেঘদুগালের মতে আগ্রহ হলেও সুপ্ত মনোযোগ এবং মনোযোগ সক্রিয় আগ্রহ।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01