welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

অনুরাগ বা আগ্রহের সংজ্ঞা দাও। এর শ্রেণিবিভাগ করো।

অনুরাগ বা আগ্রহের সংজ্ঞা দাও। এর শ্রেণিবিভাগ করো।


উত্তর

অনুরাগ বা আগ্রছের সংজ্ঞা

আগ্রহ একটি মানসিক প্রক্রিয়া। আগ্রহকে ব্যাখ্যা করতে গিয়ে মনোবিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞার উল্লেখ করেছেন।

ওপরের সংজ্ঞাগুলিকে বিশ্লেষণ করে আগ্রহ বা অনুরাগের দর কার্যকরী সংজ্ঞা দেওয়া যেতে পারে। আগ্রহ হল একটি মানসিক সংগঠন ব্যক্তিকে কোনো কাজে তার পছন্দের অনুভূতি বুঝতে, তাকে সেই বাং মনোনিবেশ করতে এবং কার্য সম্পাদন করতে প্রেরণা জোগায়।

অনুরাগ বা আগ্রহের শ্রেণিবিভাগ

অনুরাগ বা আগ্রহকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। স্থায়িত্বের দিক ছ অনুরাগ প্রধানত দুইপ্রকার। যথা- [1] ক্ষণস্থায়ী অনুরাগ ও [2] দীর্ঘস অনুরাগ।

[1] ক্ষণস্থায়ী অনুরাগ: কোনো একটি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য অনুরাগ দেখা যায়, তাকে রূপস্থায়ী অনুরাগ বলে। উদ্দেশ্যপূরণের। অনুরাগ অন্তর্হিত হয়।

[2] দীর্ঘস্থায়ী অনুরাগ: জ্ঞান অর্জন বা অভিজ্ঞতা লাভের জন্য অনুরাগকে দীর্ঘস্থায়ী অনুরাগ বলে।

খনস্থায়ী ও দীর্ঘস্থায়ী অনুরাগ ছাড়াও কোনো কোনো মনোবিজ অনুরাগকে প্রকৃতি অনুযায়ী [1] সহজাত ও [2] অর্জিত এই দুই ভাগে। করেছেন।

[1] সহজাত অনুরাগ: যেসব অনুরাগ জন্মগতসূত্রে প্রাপ্ত হয়, তাই সহজাত অনুরাগ বলে। যেমন-খাদ্যগ্রহণের প্রতি অনুরাগ, খেলাধুলার প্র অনুরাগ ইত্যাদি।

[2] অর্জিত অনুরাগ: যেসব অনুরাগ মনোভাব, সেন্টিমেন্ট, শিক্ষা, অস্ত্র প্রভৃতি থেকে সৃষ্টি হয়, তাদের অর্জিত অনুরাগ বলে। যেমন-ডাতায় রুগির প্রতি অনুরাগ, অভিনেতাদের দর্শকের প্রতি অনুরাণ।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01