welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মাটি পরিলেখ (Soil Profile)

মাটি পরিলেখ (Soil Profile)


মাটি পরিলেখের (soil profile) ধারণাটি প্রথম উপস্থাপন করেন রুশ বিজ্ঞানী ভি. ভি. ডকুচায়েভ (V. V. Dokuchaiev) ভূপৃষ্ঠ থেকে নীচের দিকে মাটির স্তরগুলির উল্লম্ব প্রস্থচ্ছেদকে মাটির পরিলেখ বা Profile বলে। মাটির স্তরায়ণ হল মাটির এক পার্শ্বচিত্র। অন্যভাবে বলা যায় ভূমির সমান্তরালে অবস্থিত সুস্পষ্ট স্তরযুক্ত, সুবিন্যস্ত গ্রথন ও বিন্যাসযুক্ত পরিণত মাটির লম্বচ্ছেদকে মাটির স্তরায়ণ বা Profile বলে (profile is the vertical section of the soil body presenting more or less distinct horizontal layers.)

বৈশিষ্ট্য (Characteristics): (i) একটি আদর্শ পরিলেখকে A, B, C এই তিনটি হরাইজোনে এবং কয়েকটি উপস্তরে বিভক্ত করা যায়। (ii) মাটির পরিলেখ থেকে প্রস্থচ্ছেদ রেখা বরাবর মাটির সবস্তরের কিছু কিছু বৈশিষ্ট্য বা ধর্ম জানা যায়। (iii) পরিলেখ মাটির একমাত্রিক অবস্থা নির্দেশ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01