কোনো ফলাফল পাওয়া যায়নি

    এন্ডোডায়নামোমরফিক মাটি (Endodynamomorphic Soil)

    এন্ডোডায়নামোমরফিক মাটি (Endodynamomorphic Soil)


    যে মাটি সৃষ্টির ক্ষেত্রে আদিশিলার প্রভাব সর্বাধিক এবং জলবায়ুর প্রভাব নেই বললেই চলে তাকে এন্ডোডায়নামোমরফিক মাটি (endodynamomorphic soil) বলে।

    বৈশিষ্ট্য (Characteristics): (i) এই মাটি সৃষ্টিতে আদিশিলার (parent material) প্রভাব জলবায়ুর চেয়ে যথেষ্ট বেশি। (ii) জলবায়ুর প্রভাব তত থাকে না বলে এই মাটিতে সুস্পষ্ট স্তরবিন্যাস লক্ষ করা যায় না। (iii) এই মাটি অনুর্বর, কারণ বিভিন্ন স্তর গঠিত হয় না। (iv) এই মাটি খুব কম জায়গায় দেখা যায়। (v) এই মাটি গঠনে যথেষ্ট সময় পাওয়া যায় না, সেই কারণে এটি অন্যতম অপরিণত মাটি।

    উদাহরণ: লিথোসোল (lithosol), রেগোসোল (regosis) ইত্যাদি।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال