পরিণত মাটি (Mature Soil)
যে সব মাটির গঠন প্রক্রিয়া প্রায় শেষ এবং মাটির স্তরগুলি সুস্পষ্ট তাকে পরিণত মাটি (mature soil) বলে (a well developed soil that normaly has a soil profile with clearly defined horizons is called mature soil.)।
বৈশিষ্ট্য (Characteristics): (i) পরিণত মাটিতে গঠন প্রক্রিয়ার কাজ প্রায় শেষ। অর্থাৎ বয়সের নিরিখে একটি প্রাচীন মাটি। (ii) পরিণত মাটি দৃঢ় ও সুসংবদ্ধ হয়। (iii) পরিণত মাটিতে সুস্পষ্ট স্তর সৃষ্টি হয়। (iv) মাটির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি প্রায় স্থিতিশীল। সেই কারণে মাটি বিজ্ঞানী Nikiforoff (1942) একে পরিবেশ উপযোগী মাটি নামে আখ্যায়িত করেছেন (a steady stage of its parent material adjusted to the environment) (v) পরিণত মাটিতে আদিশিলার চিহ্ন থাকে না। (vi) নির্দিষ্ট পরিলেখ যুক্ত পরিণত আঞ্চলিক মাটি গঠনে সময় লাগে বহু সহস্র বছর, এমনকি লক্ষ লক্ষ বছর।
উদাহরণ: ল্যাটেরাইট (laterite), পডজল (podsol) ইত্যাদি।