অপরিণত মাটি (Immature Soil)
যে সব মাটির গঠন প্রক্রিয়া চলতে থাকে এবং মাটির সুস্পষ্ট স্তর (profile) গঠিত হয় না তাকে অপরিণত মাটি (im-mature soil) বলে (a soil that lacks a well developed profile is known as immature soil.)!
বৈশিষ্ট্য (Characteristics): (i) অপরিণত মাটিতে গঠন প্রক্রিয়া অসম্পূর্ণ, সেই কারণে বয়সের নিরীখে নবীন। (ii) এই মাটি ভঙ্গুর ও আলগা। (iii) অপরিণত মাটিতে কোনো প্রকার স্তর গড়ে ওঠে না। (iv) মাটির ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তনশীল। (v) অপরিণত মাটিতে আদিশিলার যথেষ্ট চিহ্ন আছে। (vi) সময়ের অভাবে সাধারণ অপরিণত মাটির জন্ম হয়। (vii) এই মাটির ক্ষয়ের পরিমাণ তুলনামূলক অধিক। সেই কারণে দীর্ঘ সময়ের ব্যবধানে অপরিণত মাটি নবীন লোয়েস বা পলি মাটিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে।
উদাহরণ: হিস্টোসোল (histosols), আল্টিসল (ultisols), স্পোডোসোল (spodosols) হল অপরিণত মাটির উদাহরণ।