পরিবহন জালিকা বিশ্লেষণ পদ্ধতি (method of transport network analysis)
কোনো এলাকা বা অঞ্চলের পরিবহন নেট ওয়ার্কের প্রবাহ খশশুত্ব সম্পর্কে জানার জন্য দুটি বিষয়ের ধারণা থাকা প্রয়োজন অর্থাৎ কোনো এলাকার পরিবহন জালিকা বিশ্লেষণের জন্য সুগমতা (accessibility) এবং সংযুক্তি (connectivity) সম্পর্কে পরিমাপ করতে হবে। যেমন-
① সুগমতা বা অ্যাকসেসিবিলিটি (accessibility)
② সংযুক্তি বা কানেকটিভিটি (connectivity)
③ সড়ক ঘনত্ব (road density)
* সুগমতার ধারণা (concept of accessibility)কোনো অঞ্চল বা এলাকা থেকে অন্য কোনো অঞ্চল বা এলাকায় পরিবহন, যোগাযোগ এবং অন্যান্য আদান-প্রদানের ব্যাপারে গন্তব্যে পৌঁছানোর সহজতা (ease) কে সুগমতা বা অ্যাকসেসিবিলিটি বলে। অর্থাৎ accessibility is the ease of approach to one location from other locations সুগমতা বা অ্যাকসেসিবিলিটি পরিমাপের সূচকগুলি হল দুটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করার জন্য যতটা পথ পেরোতে হয়েছে-পথের সেই দৈর্ঘ্য (distance travelled), ওই পথ অতিক্রম করার জন্য সময় (time) ও খরচের পরিমাণ (cost)। বিভিন্ন স্থানের মধ্যে সুগমতা বা অ্যাকসেসিবিলিটি অনুসারে সবচেয়ে ভালো অবস্থান কোনটি- এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটি পরিবহন নেটওয়ার্ক বা জালিকাকে ম্যাট্রিক্স (matrix)-এর মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এই ম্যাট্রিক্সকে অ্যাকসেসিবিলিটি ম্যাট্রিক্স (accessibility matrix) বলে। সংশ্লিষ্ট চিত্রের ভিত্তিতে একটি অ্যাকসেসিবিলিটি ম্যাট্রিক্স উদাহরণ হিসাবে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট চিত্র এবং অ্যাকসেসিবিলিটি ম্যাট্রিক্স অনুসারে v³ নোড বা জনবসতি অবস্থান অনন্য জনবসতি v¹,v²,v⁴,v⁵ এর তুলনায় সবচেয়ে ভালো। কারণ v³ থেকে v²,v⁴,v⁵ জনপদে রেলপথে যাওয়া যায় । এতগুলি জনবসতীর সঙ্গে যোগাযোগের সুযোগ উদাহরণ অনুসারে আর কোন জনবসতি নেই।