হুগলি শিল্পাঞ্চলের প্রধান প্রধান শিল্প (Major Industries of Hooghly Industrial Region) :
এখানকার প্রধান শিল্প হল – পাটশিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কার্পাস-বয়নশিল্প, কাগজশিল্প, রাসায়ানিক শিল্প প্রভৃতি।
• পাটশিল্প :
ভারতে প্রথম পাটকল রিষড়ায় 1859 সালে স্থাপিত হয়। স্থানীয় কাঁচাপাট, কলকাতা বন্দরের মাধ্যমে পাটজাত দ্রব্য রপ্তানি ও যন্ত্রাংশ আনার সুযোগ, সুলভ শ্রমিক প্রভৃতি সুবিধার জন্য এই অঞ্চলটি ধীরে ধীরে পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে এখানে 71টি পাটকল অবস্থিত। হুগলি নদীর উভয় তীরে পাটশিল্পের প্রধান কেন্দ্রগুলি হল – বজবজ, বিড়লাপুর, উলুবেড়িয়া, সাঁকরাইল, জগদ্দল, কাকিনাড়া, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, আগরপাড়া, শ্যামনগর, বালি প্রভৃতি।
■ ইঞ্জিনিয়ারিং শিল্পঃ
ইঞ্জিনিয়ারিং শিল্প এখানকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিল্প।
(1) ডানকুনিতে EMU কোচ নির্মাণ,
(2) লিলুয়া ও কাঁচরাপাড়ায় রেলইঞ্জিন মেরামতের কারখানা, (3) গার্ডেনরীচে জাহাজ নির্মাণ কারখানা,
(4) দমদমে জেসপ এর রেলের ওয়াগন, ক্রেন প্রভৃতি তৈরির কারখানা,
(5) বেলঘরিয়ায় টেক্সম্যাকোর বয়ন শিল্পের যন্ত্রপাতি-নির্মাণ কারখানা,
(6) কাশীপুর ও ইছাপুরে গান এন্ড শেল ফ্যাক্টরি এবং এছাড়া সেলাই মেসিন, বৈদ্যুতিক পাখা, রেডিও, টেলিভিশন, নাটবল্টু, কব্জা প্রভৃতি যন্ত্র ও যন্ত্রাংশ তৈরির কারখানাও এখানে আছে।
■ চর্মশিল্প :
কলকাতার ট্যাংরা, লেদার কমপ্লেক্স এবং পার্কসার্কাস অঞ্চলে প্রচুর চামড়ার কারখানা আছে। বজবজের কাছে বাটানগরে ভারতের অন্যতম বৃহৎ জুতা প্রস্তুতের কারখানাটি অবস্থিত।
. কার্পাস-বয়নশিল্প :
ভারতে প্রথম কাপড়-কল 1818 সালে কলকাতার কাছে ঘুষড়িতে স্থাপিত হয়। আমদানি করা তুলা, স্থানীয় বিপুল চাহিদা, স্থানীয় মূলধন, শ্রমিক, শক্তিসম্পদ, রাসায়ানিক দ্রব্য প্রভৃতির সাহায্যে এখানে বস্ত্রকল গড়ে উঠেছে।
■ কাগজ শিল্প :
ভারতে প্রথম আধুনিক কাগজকল স্থাপিত হয় 1870 সালে কলকাতার কাছে বালিতে। ত্রিবেণীতে উন্নতমানের টিস্যু কাগজ উৎপাদিত হয়।
■ রাসায়ানিক শিল্প :
কস্টিক সোডা, সোডা অ্যাশ, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি রাসায়ানিক এখানে উৎপন্ন হয়। রিষড়া, কোন্নগর, পানিহাটি প্রভৃতি এই শিল্পের কেন্দ্র। এ ছাড়া, কলকাতার আশপাশে বিভিন্ন স্থানে ফিনাইল, রং, পলিথিন, প্লাস্টিক, বার্নিশ, কালি প্রভৃতি তৈরির কারখানা তৈরি হয়েছে।
■ অন্যান্য শিল্প :
এ ছাড়া, হুগলি শিল্পাঞ্চলে আরো বিভিন্ন ধরনের শিল্প আছে, যেমন –
(1) ডানলপে রবার কারখানা,
(2) বিড়লাপুরের লিনোলিয়াম ও ক্যালসিয়াম কার্বাইড প্রস্তুতের কারখানা,
(3) বেলুড়ে অ্যালুমিনিয়াম কারখানা,
(4) কল্যাণীর সুতার কল,
(5) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
(6) IT শিল্প,
(7) কমপিউটারের হার্ডওয়্যার ও সফটওয়ার শিল্প,
(৪) বজবজ ও ভানকুনিতে ইলেকট্রিক রেলইঞ্জিন ও কোচ নির্মাণ প্রভৃতি উল্লেখযোগ্য।