welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে NCEW -1959 এর সুপারিশ গুলি উল্লেখ কর।

নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে NCEW -1959 এর সুপারিশ গুলি উল্লেখ কর। 


উত্তর 

নারী শিক্ষার বিকাশে NCEW-1959 সুপারিশ সমূহ 

NCEW এর পুরো কথাটি হল National Committee for women Education । স্বাধীন ভারতের নারী শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ভারত সরকারের উদ্যোগে 1959 খ্রিস্টাব্দে NCEW তথা নারী শিক্ষার জাতীয় পর্যট গঠন করা হয়। ওই স্পর্শদের সভানেত্রী ছিলেন শ্রীমতি দুর্গাবঙ্গ দেশমুখ। ওই কমিটির সুপারিশ গুলি নিচে উল্লেখ করা হলো।

1. যুগ্ম পরামর্শদানকারী নিয়োগ: নারী শিক্ষার দায়িত্ব একজন কেন্দ্রীয় যুগ্ম পরামর্শদানকারী নারী হাতে অর্পণ করতে হবে। 

2. মহিলা যুগ্ম অধিকারী নিয়োগ: প্রতিটি রাজ্যের যুগ্ম অধিকারী পদে মহিলা কর্মী নিয়োগ এবং তার হাতে নারী শিক্ষার ভার অর্পণ করতে হবে। 

3. অর্থ বরাদ্দ: নারী শিক্ষার বিকাশের জন্য উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। 

4. স্কুল মাদার নিয়োগ: প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষাদানের ক্ষেত্রে মহিলা তথা শিক্ষিকা নেই সেখানে স্কুল মাদার নিয়োগের ব্যবস্থা করতে হবে। 

5. ছাত্রী নিবাস: নারী শিক্ষার বিকাশের জন্য অধিক সংখ্যা ছাত্রী নিবাস স্থাপন করতে হবে।

6. যাতায়াত ব্যবস্থা: যাত্রীদের বিদ্যালয়ের যাতাযাতের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে।

7. টিফিন প্রধান: বিদ্যালয়ের ছাত্রীদের জন্য বিনামূল্যে টিফিন প্রদানের ব্যবস্থা করতে হবে 

8. বৃত্তি শিক্ষা ও পেশাগত শিক্ষা: মেয়েদের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের বৃত্তি শিক্ষা ও পেশাগত শিক্ষা ব্যবস্থা করতে হবে। 

9. বয়স্ক নারী শিক্ষা: বয়স্ক নারীদের জন্য স্বল্প সময়ে শিক্ষাক্রম চালুর ব্যবস্থা করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01