নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে শ্রী ভক্ত বৎসলম কমিটির সুপারিশ গুলি লেখ ।
উত্তর
নারী শিক্ষার বিকাশে শ্রী ভক্ত বৎসলম কমিটি সুপারির সমূহ
1963 খ্রিস্টাব্দের জাতি নারী শিক্ষা পষদ একটি কমিটি গঠন করো। ওই কমিটির সভাপতি ছিলেন মাদ্রাজের মুখ্যমন্ত্রী শ্রী ভক্ত বৎসলম । ওই কমিটি গঠনের উদ্দেশ্য ছিল-নারী শিক্ষার প্রতি উদাসীনতার কারণ অনুসন্ধান এবং গ্রামাঞ্চলের নারী শিক্ষা দ্রুত প্রসার সাধন । ওই কমিটি নারী শিক্ষার বিকাশের জন্য অনগ্রসর রাজ্য গুলি সমস্যা সমূহ পর্যালোচনা করেন সমগ্র দেশের নারী শিক্ষার বিষয়ে কতগুলি সুপারিশ করে। ওই সুপারিশের গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো।-
1. বেসরকারি প্রতিষ্ঠান গঠন: নারী শিক্ষার বিকাশের জন্য বেসরকারি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে ।
2. হোস্টেল নির্মাণ: গ্রামাঞ্চলের বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণের ব্যবস্থা করতে হবে।
3. মেয়েদের উৎসাহ দান: শিক্ষকতা পেশায় আসার জন্য মেয়েদের উৎসাহিত করতে হবে।
4. সংসারী মেয়েদের বিশেষ ব্যবস্থা: যেমন চলে বসবাসকারী সংসারী মেয়েদের জন্য আংশিক সময়ে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে।
5. পোশাক ও বই বিতরণ: দারিদ্র ছাত্রীদের জন্য সরকারি টাকার পোশাক ও বইপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে।
6. গৃহ নির্মাণ: নারী শিক্ষার জন্য বেসরকারি উদ্যোগে স্কুল বাড়ি নির্মাণের ব্যবস্থা করতে হবে।
7. মর্যাদা বৃদ্ধি: সমাজের শিক্ষিকাদের মর্যাদা যাতে বৃদ্ধি পায় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।
8. কুসংস্কার বর্জন: নারী শিক্ষার সম্পর্কিত যাবতীয় রক্ষণশীলতা ও কুসংস্কার দূরীকরণ উদ্যোগ নিতে হবে
9. অতিরিক্ত বেতন ও ভাতা: দুর্গম পর্বত ও পশ্চাৎ অঞ্চলে নিযুক্ত শিক্ষক-শিক্ষিতাদের অতিরিক্ত বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে।
10. ভারতীয় ক্ষেত্রের অগ্রাধিকার: গ্রাম অঞ্চলে বসবাসকারী শিক্ষিকাদের জন্য শিখন কলেজের প্রশিক্ষণের ক্ষেত্রে ভর্তিতে আগ্রাধিকার দিতে হবে।