কোনো ফলাফল পাওয়া যায়নি

    সমক্ষেত্রফল (planar projection) বিশিষ্ট অভিক্ষেপ বা সম-আয়তনিক অভিক্ষেপ (homo-lographic projection)

    সমক্ষেত্রফল (planar projection) বিশিষ্ট অভিক্ষেপ বা সম-আয়তনিক অভিক্ষেপ (homo-lographic projection)


    সংজ্ঞা (definition)

    যে অভিক্ষেপে অঙ্কিত সমগ্র অংশ বা একটি নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল সৃজনী ভূগোলকের অনুরূপ অংশের ক্ষেত্রফলের সমান হয়। তাকে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ বা সম-আয়তনিক অভিক্ষেপ বলে।

    বৈশিষ্ট্য (characteristics)

    ① এরূপ অভিক্ষেপে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা বরাবর আনুপাতিক হারে স্কেলের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে ক্ষেত্রফল সমান রাখা হয়।

    ②এই অভিক্ষেপে অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলো এমনভাবে সাজানো হয় যে, মানচিত্রের প্রতিটি এ্যাটিকিউল ভূগোলকের গ্র্যাটিকিউলের আয়তনের সমান হয়।

    উদাহরণ (example)

    1. cylindrical equal-area projection.

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال