ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারা গুলি উল্লেখ কর।
অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশ গুলি উল্লেখ কর।
উত্তর
ভারতীয় সংবিধানের শিক্ষা সম্পর্কিত ধারা সমূহ
সংবিধানের নির্দেশক নীতি অংশ থেকে সপ্তম তপশিলি পর্যন্ত শিক্ষা ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে বহু ধারা অন্তর্ভুক্ত হয়েছে। যেমন-
1. প্রাথমিক শিক্ষা: সংবিধানের 45 নং ধারা অনুযায়ী সংবিধান চালু হওয়া ১০ বছরের মধ্যে রাষ্ট্র দেশের প্রতিটি ছেলে মেয়ের জন্য 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যবস্থা সব করতে প্রচেষ্ট হবে।
2. দুর্বলতর শ্রেণীর রক্ষাকবচ: সংবিধানে 46 নং ধারা অনুযায়ী রাষ্ট্র বিশেষ যত্নের সঙ্গে সমাজের অনগ্রসর বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর জন্য শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন করবে।
3. শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ম শিক্ষা ও ধর্মীয় উপাসনা প্রসঙ্গ: সংবিধানে 28 নং ধারা বলা হয়েছে যে সরকারি অনুদানের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না
28(3) ধারায় বলা হয়েছে যে সরকারি সাহায্য প্রাপ্ত বা অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষাদান বা শিক্ষা অনুষ্ঠানের আয়োজন করলে ছাত্ররা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধ্য নয়
4. সংখ্যালঘুদের স্বাস্থ্য রক্ষা: 29 নং ধারা বলা হয়েছে যে ভারতের বসবাসকারী সমস্ত নাগরিকদের শর্তানত লিপি ভাষা ও নিজস্ব সংস্কৃতি রক্ষা অধিকার থাকবে। 29(1) নং ধারা বলা হয়েছে যে সরকার পরিচালিত বা সরকারি অনুদানের পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভারতীর ক্ষেত্রে জাতি ধর্ম সম্প্রদায় ভাষা অথবা যেকোনো একটি বিষয়ে অজুহাত দিয়ে ভারতীয় কোন নাগরিকের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। 29(2) নং ধারায় বলা হয়েছে সাহায্যপ্রাপ্ত কোন বিদ্যালয়ের ধর্ম জাতিসম্প্রদায় কিংবা ভাষার অজুহাতে কোন ছাত্র-ছাত্রীকে ভর্তি নিতে অস্বীকার করা যাবে না।
5. সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার: সংবিধানের 30(1) নং ধারা অনুসারে সমস্ত ধর্মগত ও ভাষাগত সংখ্যালঘু মানুষের ইচ্ছা নিজেদের ইচ্ছামত বিদ্যালয়ের স্থাপন ও পরিচালনার অধিকার থাকবে। 30(2) অংশে বলা হয়েছে সাহায্য দানের ক্ষেত্রে ধর্ম ও ভাষা ভিত্তিতে সংখ্যালঘু এই অজুহাতে রাজ্য সরকার কোন বৈষম্য করতে পারবে না।
6. মাতৃভাষা সংক্রান্ত: 350(1) নং ধারা অনুযায়ী প্রতিটি রাজ্যকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভের সুযোগ দিতে হবে।.
7. হিন্দি ভাষার উন্নতির জন্য: 351 নং ধারায় বলা হয়েছে যে হিন্দি ভাষা উন্নতি ও প্রসার ভারত সরকারের দায়িত্ব।
8. অ্যাংলো ইন্ডিয়ান বিদ্যালয় সাহায্য: 337 নং ধারায় বলা হয়েছে যে সংবিধান চালু হওয়ার ৩ বছর পর্যন্ত এংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে1948 সালে মার্চ মাসে যে সাহায্য দেয়া হতো তা দেওয়া হবে।
9. কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা: 239 নং ধারায় বলা হয়েছে যে পার্লামেন্টের বিধিবদ্ধ আইন ছাড়াও রাষ্ট্রপতির প্রশাসন নিয়োগ করে কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারে.
10. কেন্দ্রীয় সরকারের দায়িত্ব: 62,63,64,65,66,ও 67 নং ধারায় শিক্ষাক্ষেত্রের কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ব্যক্ত হয়েছে।