welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি কি কি ?

বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি কি কি ?


উওরঃ 

বৃদ্ধির বৈশিষ্ট্য

বুদ্ধি হল একপ্রকার মানসিক শক্তি যার বহিঃপ্রকাশ বিভিন্ন প্রকার আরেশের মধ্য দিয়ে ঘটে। বুদ্ধির কতকগুলি পুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি হল-

[1] পূর্ব-অভিজ্ঞতার ভিত্তিতে শিখলে সহায়তা: বুদ্ধি হল এমনই এক মানসিক সামথ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যাসমাধানে সহায়ক হয়।।

[2] পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে সহায়তা: বুদ্ধির একটি অতি গুরুত্বপূর্ণ কাজ হল পরিবর্তিত পরিবেশে অর্থাৎ, নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা। মনোবিদ উইলিয়াম স্টানের বুদ্ধির সংজ্ঞায় ঐ বৈশিষ্ট্যটির কথা বলা হয়েছে। তাঁর মতে, বুদ্ধি হল জীবনের নতুন সমস্যা বা অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার (অর্থাৎ, অভিযোজন করার) সাধারণ ক্ষমতা।

[3] জটিল ও বিমূর্ত বিষয় চিন্তনে সহায়তা: বুদ্ধির সাহায্যে আমরা সুদ্ধ, জটিল এবং বিমূর্ত বিষয় নিয়ে চিন্তা করতে পারি। মনোবিদ চারফানের বুদ্ধির সংজ্ঞায় এই বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। তিনি বলেছেন যে, বুদ্ধি হল বিমূর্ত চিন্তনের ক্ষমতা।

[4] সম্পর্ক নিয়ে সহায়তা: একাধিক বন্ধু, ব্যক্তি বা ধারণার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে বুদ্ধি আমাদের সহায়তা করে। তিনটি বালকের মধ্যে কে লম্বা, কে বেঁটে এবং কে মাঝারি, তা নির্ণয় করতে গেলে আমরা বুদ্ধির সম্পর্কমষ্ঠিত চিন্তনের সাহায্য গ্রহণ করি।

[5] পৃথক্করণে এবং সামান্যীকরণে সহায়তা: কোনো বিশেষ পরিস্থিতির মধ্যেকার অপ্রাসঙ্গিক বিষয়গুলি বাদ দিয়ে প্রাসঙ্গিক বিষয়গুলিকে বেছে নেওয়াকে পৃথক্করণ বলে। আবার, প্রাসঙ্গিক বিষয়গুলির সাহায্যে একটি সাধারণ সূত্র গঠন করাকে সামান্যীকরণ বলে। এই দৃষ্টি মানসিক প্রক্রিয়ার ক্ষেত্রে বুদ্ধিই প্রধান ভূমিকা পালন করে।

[6] শিখনের ক্ষেত্রে সহায়তা: বুদ্ধি লিখনের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে। বাকিংহাম, কলডিন প্রমুখ মনোবিদগণের বুদ্ধির সংজ্ঞায় এই বৈশিষ্ট্যের উল্লেখ পাওয়া যায়। তাঁরা ব্যক্তির ক্ষমতাকেই 'বুদ্ধি' আধ্যা দিয়েছেন।

[7] ক্ষিপ্রতা: বুদ্ধি এমন একটি মানসিক সামথ্য যা যথাসম্ভব অল্প সময়ের মধ্যে সমস্যাসমাধানে সহায়তা করে। বুদ্ধির এই বৈশিষ্ট্যটি হল দ্বিপ্রতা (speed)

[৪] বিচারবিশ্লেষণে সহায়তা: বুদ্ধি আমাদের বিচার বিশ্লেষণে সহায়তা করে। কোনো সমস্যা বিচার বা বিশ্লেষণের খেয়ে আমরা আরোহ এবং অবরোহ পদ্ধতির সাহায্য গ্রহণ করি। এই পদ্ধতি দুটির প্রয়োগের জেয়ে বৃদ্ধির প্রয়োজন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01