বুদ্ধি কাকে বলে?
বুদ্ধির প্রধান চারপ্রকার সংজ্ঞা লেখো। বুদ্ধি-সম্পর্কিত মতবাদগুলি উল্লেখ করো।
উওর
বুদ্ধি:
শিখনের ক্ষেত্রে যে সকল উপাদান বিশেষভাবে সহায়ক হয় সেগুলো মধ্যে একটি হল বুদ্ধি। আভিধানিক অর্থের বুদ্ধি হল-'The capacity to acquire and apply knowledge ' অর্থাৎ জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হলো বুদ্ধি। মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধি হলো একটি মানুষের সমর্থ্য।
বুদ্ধি সংজ্ঞা:
বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে বুদ্ধির সঙ্গে নিরূপণ করেছেন। বুদ্ধি সংজ্ঞাগুলোকে মূলত চারটি শ্রেণীতে ভাগ করা হয়। এখানে প্রতিটি শ্রেণীর অন্তর্গত দুই একটি সংখ্যা উল্লেখ করা হলো-
বুদ্ধির বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলিকে একণ্ঠিত করে বলা যায়-"বুদ্ধি হল এমন এক ধরনের মানসিক শক্তি যার সাহায্যে কোনো ব্যক্তি সূদ্ধ, জটিল ও বিমুর্ত বিষয় নিয়ে চিন্তা করতে পারে, অল্প সময়ের মধ্যে বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, বিভিন্ন বিষয়ে জান, দক্ষতা ও কৌশল আয়ত করতে পারে। এ ছাড়া পূর্বে অর্জিত অভিজ্ঞতার বা জানের সাহায্যে নতুন পরিস্থিতির ব্যাখ্যা করতে পারে, বিভিন্ন বিষয়ের সঠিক সম্পর্ক নিরূপণের মাধ্যমে কোনো একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে এবং প্রয়োজনমতো প্রবৃত্তি ও প্রক্ষোভকে সংযত করে কোনো একটি উদ্দেশ্যপূরণের জন্য নিজের কর্মশক্তিকে নিয়োগ করতে পারে।
বৃদ্ধি-সম্পর্কিত মতবাদ