বিশেষ মানসিক ক্ষমতা কাকে বলে? বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো।2+6
বিশেষ মানসিক ক্ষমতা
স্পিয়ারম্যান তাঁর দ্বি-উপাদান তত্বে সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে বিশেষ মানসিক ক্ষমতার কথাও উল্লেখ করেছেন। কোনো একটি কাজ সাফল্যের বঙ্গো করতে শুধু সাধারণ মানসিক ক্ষমতাই যথেষ্ট নয়, সেখানে আর-এক ধরনের ক্ষমতার প্রয়োজন। এই দ্বিতীয় ক্ষমতাই হল বিশেষ মানসিক ক্ষমতা বা Special Mental Ability (SMA)। এই বিশেষ ক্ষমতাকে তিনি Special Factor (বিশেষ উপাদান) বা সংজেগে 'ও' বলেছেন। বিশেষ অবতার বালা যায়, এটি এদন ক্ষমতা যা কোনো নির্দিষ্ট কাজ করতে সাধারণ ক্ষমতার সহযোগী হিসেবে ক্রিয়াশীল হয়।
বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য
বিশেষ মানসিক ক্ষমতা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গুলি নিচে আলোচনা হল-
1. বিশেষ ধর্মী: নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য নির্দিষ্ট বিষয়ে মানসিক ক্ষমতা প্রয়োজন। অংক করার জন্য অংকের বিশেষ ধর্মীয় মানসিক ক্ষমতা প্রয়োজন। ওই ক্ষমতার অন্য কোন কাজে প্রয়োজন হয় না।
2. সংখ্যা: ধারণাগত ভাবে বিশেষ ধর্মীয় মানসিক ক্ষমতা অসংখ্য। প্রকৃতি অর্থে যত রকমের বৈদি কাজ আমরা চিন্তা করতে পারি তত সংখ্যক বিষয় ধর্মী মানসিক ক্ষমতা থাকা প্রয়োজন।।
3. সাধারণ মানসিক ক্ষমতার অসহযোগী: বিশেষ মানুষের ক্ষমতা সাধারণ মানসিক ক্ষমতার সহযোগী হিসেবে ক্রিয়াশীল হয়। এককভাবে এই ক্ষমতা কাজ করে না।
4. কর্ম সম্প্রদানের একাধিক সংখ্যায় প্রয়োজনীয়: কোন একটি কাজ করার জন্য একাধিক বিশেষ মানসিক ক্ষমতা প্রয়োজন হতে পারে অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ করে জটিল কাজের একাধিক বিশ্বে এই মানসিক ক্ষমতা প্রয়োজন হয় ।
5. পেশাগত সাফল্য অর্জনের সহায়ক: বিশেষ মানসিক ক্ষমতা কোন ব্যক্তিকে কর্ম ক্ষেত্রে সাফল্য লাভ করতে সাহায্য করে। উদাহরণ স্বরূপ বাজায় শিখনের বিশেষ ক্ষমতা শিক্ষক তার পেশায় সাফল্য আনে।
6. একজন ব্যক্তি একাধিক বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী: একজন ব্যক্তি একাধিক বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী হতে পারে। যেমন-যে ভালো গান গায়, সে অনেক সময় ভালো ছবি আঁকতেও পারে।
7. জন্মগত ও অর্জিত: কোন কোন মৌলবিদের ধারণা হলো ব্যক্তি জন্মগত সূত্রে বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী হয়। আবার অনেকে বলেন শিখনের মাধ্যমে এই ক্ষমতা অর্জিত হয়।
8. পরস্পর নিরপেক্ষ: বিশেষ ক্ষমতা গুলি পরস্পর নিরপেক্ষ। এইজন্যই এদের মধ্যে সহ সম্পর্কে মান 0 বা খুব কম।
9. ব্যক্তি বিশেষের নির্দিষ্ট নয়: বিশেষ মানসিক ক্ষমতা কোন একজন বিশেষ ব্যক্তির মধ্যে নয়, একাধিক ব্যক্তির মধ্যেও নির্দিষ্ট বিশেষ মানসিক ক্ষমতা থাকতে পারে।
ওপরের আলোচনা থেকে এই সিদ্ধান্ত আসা যায় এ বিশেষ মানসিক ক্ষমতাগুলি পরস্পর-নিরপেক্ষ ও সংখ্যায় বহু। এগুলি সাধারণ মানুষের ক্ষমতা সহযোগী হিসেবে ক্রিয়াশীল হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশেষ মানসিক ক্ষমতা বা প্রবণতা গুলি চিহ্নিত করে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা একান্ত জরুরী।