সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো।2+6
উত্তর
সাধারণ মানসিক ক্ষমতা
স্পিয়ারম্যান শিক্ষার্থীদের পারদর্শিতার ওপর সমীক্ষা করে জটিল পরিসংখ্যানগত কৌশল উপাদান বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে এসেছেন যে, সমস্ত রকমের বৌদ্ধিক কাজে কমবেশি একটি ক্ষমতার প্রয়োজন হয়। এই ক্ষমতাকে বলা হয় সাধারণ মানসিক ক্ষমতা বা General Mental Ability (GMA)। এই মানসিক ক্ষমতাকে তিনি 'General Factor' (সাধারণ উপাদান) বা সংক্ষেপে 'G' বলেছেন। মনোবিদদের মতে, সাধারণ মানসিক শক্তি বা G উপাদানই হল বুদ্ধি।
সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য
সাধারণ মানসিক ক্ষমতার ধারণাটি আরও স্পষ্ট করতে গেলে এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা প্রয়োজন। সাধারণ মানসিক ক্ষমতার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায়, সেগুলি হল-
[1] সহজাত: এই ক্ষমতা সহজাত অর্থাৎ, জিনগতসূত্রে শিশু এই ক্ষমতার অধিকারী। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এই ক্ষমতা বিকশিত হয়। অধিকাংশ মনোবিদের মতে, সাধারণভাবে আঠারো বছর পর্যন্ত এর বিকাশ ঘটে। শৈশবে বিকাশের হার খুব বেশি থাকে। বাল্যকালে তা কিছুটা হ্রাস পায়, কৈশোরে আবার বৃদ্ধি পায় এবং তার পরে ওই ক্ষমতার আর বিকাশ ঘটে না।
[2] সর্বজনীন: সব বাতিই কমবেশি খাধারণ মানসিক খনতার অধিকারী। সব ধরনের কাজে, বিশেষ করে বৌখিক কাজে এই জথতার কমবেশি প্রয়োজন হয়। শিখন ও কর্মজীবনে সফলতা অর্জনে এই ক্ষমতার পুরুত্ব পরীক্ষা দ্বারা প্রমাণিত।
[3] ব্যক্তিভেদে পরিবর্তনশীল: ব্যক্তিভেদে সাধারণ মানসিক ক্ষমতার পার্থকা দেখা যায়। বেশিরভাগ ব্যক্তিই পড় মানসিক ক্ষমতাসম্পন্ন হয়।
[4] মনোবৈজ্ঞানিক ধারণা: সাধারণ মানসিক গুমতা মনো- বৈজ্ঞানিক ধারণাযায়। এর গঠন সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। বিজ্ঞানীরা মনে করেণ, পুরুষস্তিকের ভাঁজের সঙ্গে এর একটা ইতিবাচক সম্পর্ক আছে।
[5] দুই প্রকার: মনোবিজ্ঞানে সাধারণ মানসিক স্বণতাকে দুটি ভাগে ভাগ করা হয়-মূর্ত ও বিমূর্ত। বন্ধুধমী ও হাতেনাতে কাজ করতে মূর্ত সাধারণ ক্ষমতা ব্যবহৃত হয়। বিমূর্ত হিন্তা, সমস্যাসমাধান প্রভৃতি কাজে যে সাধারণ মানসিক প্রঅতার প্রয়োজন হয়, তাকে বিমূর্ত সাধারণ মানসিক ক্ষমতা বলে।
[6] একাধিক মৌলিক ক্ষমতার সমন্বয়: মনোবিদদের মতে, সাধারণ মানসিক ক্ষমতার যধ্যে কয়েকটি মৌলিক ক্ষমতা দেখা যায়। গিলফোর্ড বুদ্ধি বা সাধারণ মানসিক জনতার মধ্যে 150টি উপাদান আছে বলে মন্তব্য করেছেন।
[7] অভিযোজনের মাধ্যমে প্রকাশিত: পরিবেশের বিড়ির দিকের সঙ্গে অভিযোজন বা অহরণের মাধ্যমে এই ক্ষমতার প্রকাশ ঘটে। অভিযোজনের সফলতা সাধারণ মানসিক কমতার ওপর নির্ভর করে।।
[৪] অনুশীলননিরপেক্ষ: অনুশীলনের দ্বারা এই ক্ষমতা বৃদ্ধি করা যায় না। শিশু যে পরিমাণ সাধারণ মানসিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে তার বৃদ্ধি করা সম্ভব হয় না।
(9) পরিমাপযোগ্য: সাধারণ মানসিক ক্ষমতা পরিমাপযোগ্য। এর পরিমাপের জন্য একাধিক অভীক্ষা প্রস্তুত হয়েছে, যাকে আমরা বুদ্ধি অভীক্ষা বলি।।
[10] সঞ্চালনশীল: যারা যত এই স্বমতার অধিকারী, তারা এক বিষয়ের জাদকে অনা বিষয়ে তত সঞ্চালন করতে পারে।
সাধারণ মানসিক ক্ষমতার আলোনো থেকে ক্রা স্পষ্ট যে, শিখনের সঙ্গে এর সম্পর্ক গভীর। শিক্ষণীয় বিষয়বস্তু, শিক্ষাপস্থতি ইত্যাদির পরিকল্পনা করতে গিয়ে শিক্ষার্থীদের সাধারণ মানসিক ক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।