welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।


উত্তর


মনোযোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল-

[1] কেন্দ্রালুগ: চিচেনারের মতে চেতনার দুটি ভর আছে। কেন্দ্রীয় চেতনার ভর ৬৪. প্রাপ্তীয় ক্রেতনার ধর। বন্ধু যখন কেন্দ্রীয় চেতনার ঘরে অবস্থান করে তখন বস্তু সম্পর্কে আমরা সচেতন এই অর্থাৎ মনোযোগী হই।

[2] নির্বাচনধমী: উডওয়াথ প্রমুখ আচরণবাদী মনোযোগ নির্বাচন ধর্মী বৈশিষ্ট্য ওপর পুরুত্ব দিয়েছেন। মনোযোগে একাধিক বিষয় না বন্ধুর মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া হয়।

[3] পরিসরযুক্ত : মুহূর্তমাএ দেখে বা শুনে ব্যাক্তি যতগুলি বন্ধুর প্রতি মনোযোগ দেয়, তাকে মনোযোগের পরিসর বলে।

[4] সপ্তারগণীল: একটি নির্দিষ্ট বস্তুর প্রতি ইচ্ছা সত্ত্বেও প্রাকৃতিক নিয়মে বেশিঞ্জন মনোযোগ দেওয়া যায় না, মনোযোগ পার্শ্ববর্তী অন্য বন্ধুতে হলে যায়। একে মনোযোগের সন্ত্রারণশীলতা (oscillation of attention) বলে। পরীক্ষায় দেখা গেছে, গড়ে দুই সেকেন্ড অন্তর এটি ঘটে। ট্যারিসটোস্কোপ (Tachistoscope) যন্ত্রের সাহায্যে এটি পরিমাপ করা যায়।

[5] চন্দ্রল: কোনো বন্ধুর প্রতি গভীর মনোযোগ দেওয়ার সময় দেখা যায়, কিন্তু সময় অন্ডর মনোযোগ অন্যত্র চলে যায়, আবার তা ফিরে আসে। মনোযোগের এই বৈশিষ্টকে মনোযোগের চস্থলতা বলে। পরীক্ষায় দেখা গেছে, মনোযোগের এই চঞ্চলতা 8-12 সেকেন্ড অন্তর ঘটে।

[6] দৈহিক পরিবর্তনভিত্তিক: মনোযোগের সময় দৈহিক পরিবর্তন ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হল অল্প-সন্তাঙ্গনমূলক, ইন্দ্রিয়ঘটিত এবং স্নায়ুঘটিত পরিবর্তন ।

[7]সীমাবদ্ধ ও একমুখী: এক সময়ে একটি বহু বা নিষয়ের ও মনোযোগ দেওয়া যায়। একই সময়ে একাধিক বন্ধু বা বিষয়ের মনোযোগ দেওয়া যায় না।

[৪] পর্যনির্ভর: মনোযোগের শর্তগুলিকে দু-ভাগে ভাগ করা যা বস্তুগত শর্ত ও ৪. বাক্তিগত শর্ত। বস্তুগত শর্তগুলির মধ্যে প্ররহপূর উদ্দীপকের তীব্রতা, নতুনত্ব, আকার, পরিবর্তনশীলতা ইত্যাদি। বাং পর্বগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আগ্রহ, অভিজ্ঞতা ইত্যাদি।

[9] নতুনঃসন্ধানী: মনোযোগ হল অনুসন্ধানী। মনোযোগ সব সময়ার বিষয়বস্তুর মধ্যে বেশিয়া বা নতুনত্ব খুঁজে বেড়ায়। উদাহরণস্বরূপ বলার পিপুরা নতুন খেলনার প্রতি সহজেই আকৃষ্ট হয়।

[10] সম্বন্ধাত্থাপনে সহায়ক: মনোযোগ বিচিত্র বিষয়বস্তুর মধ্যে এ সমন্থ স্থাপন করতে সহায়তা করে।

[11] প্রচেষ্টামূলক ক্রিয়া: মনোযোগের মধ্যে একটি প্রচেষ্টামূলক দি রয়েছে। ম্যাকডুগালের মতে, জানার প্রশ্রেষ্টাই হল মনোযোগ।

[12] উপযোজননির্ভর: মনোযোগের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়র বিশেষ উপযোজন প্রয়োজন।

[13] মনোযোগ ও আগ্রহ: ম্যাকডুগালের মতে, মনোযোগ হল সক্রিয় ও আর আগ্রহ হল সুপ্ত মনোযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01