welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ওয়াকার বায়ু সঞ্চালন(Walker Air Circulation)

ওয়াকার বায়ু সঞ্চালন(Walker Air Circulation)


দ্রাঘিমা বরাবর বায়ু সঞ্চালনে হ্যাডলি বায়ু সঞ্চালন কোশ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি অক্ষাংশ বরাবর বায়ু সঞ্চালনে ওয়াকার বায়ু সঞ্চালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বু স্থলভাগ ও জলভাগের ওপর বায়ু উত্তপ্ত হয়ে ওপরের দিকে ওঠে। অপরদিকে শীতল স্থলভাগ ও জলভাগের উপর বায়ু শীতল হয়ে নীচের দিকে নামে। এ কারণে উদ্বুমণ্ডলে পূর্ব ও পশ্চিমের মধ্যে। (অক্ষাংশ বরাবর) বায়ুচাপের অনুভূমিক চাল সৃষ্টি হয়। ফলে উদ্বুমণ্ডলে পূর্ব-পশ্চিমে বায়ু সঞ্চালনের সৃষ্টি হয়। স্যার গিলবার্ট ওয়াকার 1922-23 সালে এটি আবিষ্কার করেন বলে তাঁর নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে ওয়াকার সঞ্চালন (Walker circulation)। ওয়াকার সঞ্চালন অনুসারে এর দুটি পর্যায় দেখা যায়। এগুলি হল (1) সক্রিয় বা সতেজ অবস্থা এবং (2) নিস্তেজ বা নিষ্ক্রিয় অবস্থা।


সক্রিয় বা সতেজ অবস্থা (High phase): সক্রিয় অবস্থায় পূর্ব-পশ্চিমে চারটি সঞ্চালন কোষের সৃষ্টি হয়-(a) মধ্য আমাজন, মধ্য আফ্রিকা এবং ভারত থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অঞ্চলে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ সৃষ্টি হওয়ার জন্য এই অঞ্চলে বৃষ্টিপাতের আধিকা দেখা যায়। (৮) পৃ র্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম ভারত মহাসাগরের অবস্থানের জন্য বায়ুমণ্ডলে নিম্নমুখী বাচয়ুপ্রবাহের সৃষ্টি হয় বলে এইসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে যায়। (c) সতেজ অবস্থায় প্রশান্ত মহাসাগরের আয়নবায়ু প্রবাহের গতি বৃদ্ধি পায় এবং (d) উভয় গোলার্ধের উপক্রান্তীয় জেট বায়ুপ্রবাহ এবং প্রশান্ত মহাসাগরের উপরোক্ত হ্যাডলি সঞ্চালন কোশ দুর্বল হয়ে পড়ে।

নিষ্ক্রিয় বা নিস্তেজ অবস্থা (Low phase): নিষ্ক্রিয় অবস্থায় পূর্ব-পশ্চিমে পাঁচটি বায়ু সঞ্চালন কোশের সৃষ্টি হয়। এগুলি হল-(১) দক্ষিণ আটলান্টিক, পশ্চিম ভারত মহাসাগর এবং পূর্ব ও পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। ফলে এইসব অঞ্চলে অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়। (৮) আমাজন, মধ্য আফি কা, ভারত থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অঞ্চল এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের উপরে অবস্থিত বায়ুমণ্ডলে নিম্নমুখী বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। এর ফলে এইসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। (c) নিস্তেজ অবস্থায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরক্ষীয় পশ্চিমাবায়ু শক্তিশালী হয়ে ওঠে। (d) এসময় ক্রান্তীয় পুবালি জেট বায়ুপ্রবাহ প্রবল হয়ে ওঠে এবং (e) নিষ্ক্রিয় অবস্থায় দুই গোলার্ধের উপক্রান্তীয় জেট বায়ুপ্রবাহ এবং প্রশান্ত মহাসাগরের ওপরে অবস্থিত হ্যাডলি সঞ্চালন কোশ প্রবল হয়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01