welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ঘূর্ণবাত(Cyclone)

ঘূর্ণবাত(Cyclone)


ধারণা (Concept)

আকস্মিকভাবে অত্যধিক উদ্ভতার ফলে যখন কোনো স্বল্প পরিসর স্থানে তীর নিম্নচাপের (deep depression) সৃষ্টি হয় তখন পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবলবেগে ধাবিত হয়ে কেন্দ্রে প্রবেশ করে এবং এই বায়ু পর্যায়ক্রমে উদ্বু ও ঊর্ধ্বগামী হয়ে পড়ে। একে ঘূর্ণবাত (cyclone) বলে। এই প্রকার বায়ুপ্রবাহ কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে প্রবলবেগে অগ্রসর হয়। উত্তর গোলার্ধে এই বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে বামাবর্তে বা ঘড়ির কাঁটার বিপরীতে (anti-clockwise) এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্তে বা ঘড়ির কাঁটার দিকে (clockwise) প্রবাহিত হয় (a cyclone is a inward spiralling wind that rotates counter-clockwise in the Northern hemisphere and clockwise in the Southern hemisphere of the earth.)। মানচিত্রে সমচাপরেখাগুলি (isobar) ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার (elliptical) হয় এবং সমচাপরেখাগুলির মান কেন্দ্রের দিকে ক্রমশ কমতে থাকে। মানচিত্রে এই সমচাপরেখাগুলির পরস্পরের মধ্যে দূরত্ব দেখে ঘূর্ণবাতের তীব্রতা পরিমাপ করা হয়।

বৈশিষ্ট্য (Characteristics)

1. ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে। তাই ঘূর্ণবাতে ব্যারোমিটার যন্ত্রের পারদ হঠাৎ নেমে যায়। অন্যভাবে বলা যায় ব্যারোমিটারের পারদ হঠাৎ নেমে গেলে ঘূর্ণবাতের আগমন সূচিত হয়। ঘূর্ণবাতের কেন্দ্রে এই চাপ 890-900 মিলিবার হয়ে থাকে।

2. ঘূর্ণবাতের দিক নিয়ত বায়ুর বিপরীত। অর্থাৎ ঘূর্ণবাত উত্তর গোলার্ধে বাঁদিকে এবং দক্ষিণ গোলার্ধে ডানদিকে বেঁকে প্রবাহিত হয়।

3. ঘূর্ণবাতের মাঝখানে একটি প্রায় বর্তুলাকার কেন্দ্র থাকে, একে ঘূর্ণবাতের চক্ষু (eye of the cyclone) বলে।

4. ঘূর্ণাবাতের বহিঃসীমানা ও কেন্দ্রের মধ্যে তাপের ও চাপের পার্থক্য প্রবল।

5. ঘূর্ণাবাতের বায়ুপ্রবাহ ঘণ্টায় 20 কিমি থেকে 800 কিমি পর্যন্ত হতে পারে।

6. প্রত্যেক ঘূর্ণাবাতের ঘূর্ণির একটি শীর্ষ থাকে।

7. ঘূর্ণবাত মাঝারি থেকে ভয়ংকর শক্তিশালী হয়।

৪. ঘূর্ণবাত ক্ষণস্থায়ী ও স্বল্পস্থায়ী হয়।

9. লীনতাপ ও জলীয় বাষ্প থেকে ঘূর্ণবাত তার শক্তিলাভ করে। এই শক্তি গতিশক্তিতে পরিণত হয় ও ঘূর্ণবাতকে সক্রিয় রাখে।

10. সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে সাথে ঘূর্ণবাতের গতিপথ যথাক্রমে উত্তর ও দক্ষিণমুখী হয়।

11. একটি প্রবল ঘূর্ণবাতের উচ্চতা থাকে সর্বাধিক প্রায় 9.6 কিমি এবং ব্যাস সর্বাধিক 800 কিমি।

12. ঘূর্ণবাত যতক্ষণ অবস্থান করে, ততক্ষণ আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকে। ঘূর্ণবাত সরে গেলে কিংবা দুর্বলতর হলে আকাশ পরিষ্কার হয়ে যায়।




একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01