টাইফুন (Typhoon)
টাইফুন (typhoon) হল চিন সাগরে সৃষ্ট এক ধরনের প্রবল বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় 150-200 কিমি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 960 মিলিবারের নীচে নেমে গেলে যে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় তার ফলে বায়ু কুণ্ডলাকারে ঘূর্ণনের জন্য এই ঝড়ের সৃষ্টি হয়। এই ঝড় পাক খেতে খেতে তীব গতিতে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 13-14 কিমি পর্যন্ত ওঠে। এই ঘূর্ণিঝড় অক্টোবর-নভেম্বর মাসে চিন, জাপান, ফিলিপিন্স দ্বীপপুঞ্জে পরিলক্ষিত হয়। এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে মানবজীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।