welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

কালবৈশাখী (Norwester)

কালবৈশাখী (Norwester)


পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও অসমে গ্রীষ্মকালে মার্চ, এপ্রিল ও মে মাসের বিকেলের দিকে, বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাত সহ এক প্রবল ঝড়ের আগমন ঘটে তাকে কালবৈশাখী বা Norwester বলে (norwester is a thunderstrom that oc-curs in areas where deep humid winds from sea meet hot and dry winds on land.)। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত বৈশাখ মাসে এই ঝড় বৃষ্টি সংঘটিত হয় বলে এর নাম হয়েছে কালবৈশাখী। আবার ইংরেজিতে একে Norwester বলার কারণ হল এই বজ্রগর্ভ ঝড়ের সৃষ্টি দুপুরের পর বিহার ও সংলগ্ন মধ্যপ্রদেশের এলাকায় হয়ে থাকে এবং সেখান থেকে এই ঝড় গাঙ্গেয় সমভূমির উপর দিয়ে প্রথম পূর্বদিকে প্রবাহিত হয় এবং তারপর দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে, উত্তর-পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এই বৃষ্টিপাতের ওপর নির্ভর করে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে পাট চাষ হয়। গ্রীষ্মকালের শুরুতে পশ্চিমবঙ্গের পশ্চিমপ্রান্তে ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে স্থানীয়ভাবে নিম্নচাপকেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপকেন্দ্র ভরাট করার জন্য শীতল বায়ু এবং দক্ষিণ-পশ্চিম বায়ু ছুটে আসে। এই দুই বিপরীতধর্মী বায়ুপ্রবাহের সংঘর্ষের ফলে এই সঞ্চার সৃষ্টি হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01