হারিকেন (Hurricane)
ক্রান্তীয় অঞ্চলের কয়েকটি নির্দিষ্ট স্থানের মধ্যে সীমিতভাবে কতকগুলি বিধ্বংসী ঘূর্ণবাতের সৃষ্টি হয়। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগরের উপকূল প্রভৃতি অঞ্চলে একে হারিকেন (hurricane) বলে। এই ঝাড় বা ঘূর্ণবাতের ব্যাস 160-640 কিমি এবং বাতাসের গতি ঘণ্টায় 150-200 কিমি পর্যন্ত হয়। এই ঝড়ের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এর মাঝখানে 10-15 কিমি ব্যাসযুক্ত একটি শান্ত ও বৃষ্টিহীন স্থান থাকে। একে ঝড়ের চক্ষু বলে। এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে মানবজীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই বেশি।