জেট বায়ুপ্রবাহ (Jet Stream)
জেট স্ট্রিম হল একটি দ্রুতগামী সংকীর্ণ বায়ুস্রোত। ট্রপোপজের ভাঁজের সাথে সর্বাধিক ঢালে যুক্ত, যা মেরুমুখী সর্বাধিক উয়তার ঢাল ও শক্তি স্থানান্তরে সঙ্গে মিলে যায় সেইরকম বায়ুপ্রবাহই জেট স্ট্রিম।
চারদিকের ধীর বায়ুপ্রবাহের মধ্যে এই অত্যন্ত দ্রুতগামী ও শক্তিশালী বায়ুপ্রবাহ একটি নদীর মতো বিরাজ করে, তাই একে ইংরেজিতে Jet Stream বলে (the jet stream is a river of wind that blow horizontally through the upper layer, generally from west to east at an altitude of 9-12 km up)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঊর্ধ্ব বায়ুমণ্ডলে এই জেট বায়ুপ্রবাহে অবস্থিতি অনুভূত হয়।