ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুপ্রবাহ (Katabetic Wind and Anabetic Wind)
পার্বত্য অঞ্চলে রাত্রিবেলার তাপবিকিরণের ফলে বায়ু খুব শীতল ও ভারী হয়ে পড়ে। তখন এই শীতল ও ভারী বায়ু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বেয়ে ধীরে ধীরে নীচে নেমে এসে পার্বত্য উপত্যকায় জমা হয়। এইরূপ নিম্নমুখী বায়ুপ্রবাহের নাম ক্যাটাবেটিক বায়ু (katabetic wind)।
পার্বত্য অঞ্চলে যত ধরনের বায়ুপ্রবাহ লক্ষ করা যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ বায়ুপ্রবাহটি হল অ্যানাবেটিক বায়ুপ্রবাহ (ana-betic wind)। গ্রিক শব্দ 'Ana'-র অর্থ ওপরের দিকে যাওয়া। দিনের বেলায় পর্বতের শীর্ষদেশের বায়ু সূর্যের তাপে খুব উত্তপ্ত হয় এবং সেখানকার বায়ুতে নিম্নচাপ বিরাজ করে। কিন্তু পার্বত্য উপত্যকায় বায়ুতে উচ্চচাপ লক্ষ করা যায়। ফলে দিনের বেলায় পার্বত্য উপত্যকা থেকে শীর্ষদেশের দিকে চাপের তারতম্যের কারণে যে বায়ু প্রবাহিত হয় তাকে অ্যানাবেটিক বায়ু বলে।