ট্রপোপজ (Tropopause)
ট্রপোস্ফিয়ারের যে সীমারেখা পর্যন্ত তাপমাত্রা সমধর্মী হয় সেই সীমারেখাটিকে ট্রপোপজ (tropopause) বলে। অর্থাৎ ট্রপোপজ হল ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা। ট্রপোপজ প্রায় 1.5 মি. গভীর এবং নিরক্ষরেখায় এবং মেরুপ্রদেশে এর উচ্চতা যথাক মে 17 কিমি ও 9-10 কিমি। ট্রপোপজের অবস্থানে ঋতুভিত্তিক পার্থক্যও দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে জানুয়ারি ও জুলাই মাসে গড় উচ্চতা হয় 17 কিমি এবং তাপমাত্রা গড়ে -70°C, কিন্তু 45° উত্তর অক্ষাংশে জানুয়ারি ও জুলাই মাসে ট্রপোপজের উচ্চতা যথাক মে 12.5 কিমি (-58°C) এবং 15 কিমি (-60°C)। মধ্য অক্ষাংশে জেট বায়ু ট্রপোস্ফিয়ারের উর্ধ্বে ওঠে এবং ট্রপোপজের উচ্চতা ও পার্থক্য ঘটে।ট্রপোপজ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ্য ঢালু হয়। ভারতবর্ষের ওপর ট্রপোপজের উচ্চতা 16 কিমি। ক্রান্তীয় অঞ্চলে ট্রপোপজের অবস্থান স্পষ্ট হলেও মেরু প্রদেশের তার স্পষ্ট নয়।