কোনো ফলাফল পাওয়া যায়নি

    নিরক্ষীয় পশ্চিমা বায়ুপ্রবাহ (Equatorial Westerlies)

    নিরক্ষীয় পশ্চিমা বায়ুপ্রবাহ (Equatorial Westerlies)


    উত্তর গোলার্ধে বিশেষত মহাদেশীয় অংশে দুই বাণিজ্য বায়ুর মধ্যবর্তী স্থানে একটি পশ্চিমা বায়ু লক্ষ করা যায়। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে মহাদেশসমূহ খুব উয় হয়ে পড়লে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টি উত্তরে সরে যায় এবং ITCZ ও কিছুটা উত্তরে সরে যায়। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় এই পশ্চিমা বায়ু খুব সুস্পষ্ট। গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুপ্রবাহ নিরক্ষীয় পশ্চিমা (equatorial westerlies) বায়ুপ্রবাহ রূপে প্রবাহিত হয়। আফ্রিকায় এই বায়ু 2-3 কিলোমিটার বেগে ও ভারত মহাসাগরে 5-6 কিমি বেগে প্রবাহিত হয়। এই বায়ু বাণিজ্য বায়ুর মতো নিরক্ষরেখা অতিক্রম করার সময় কোরিওলিস বলের প্রভাবে বাঁক নেয় না। জুন মাসে 2-3 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে ও জুলাইয়ে 2-3 ডিগ্রি উত্তর অক্ষাংশে এই পশ্চিমা বায়ুর গড় উপস্থিতি লক্ষ করা যায়। এই পশ্চিমা বায়ুপ্রবাহ প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরে লক্ষ করা যায় না।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال