বিষমমণ্ডল (Heterosphere)
সমমন্ডলের উর্ধ্বে অর্থাৎ 90 কিমির ঊর্ধ্বে থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে বিষমমণ্ডল বলে। Heterosphere কথার অর্থ বিষমমণ্ডল। এই স্তরে বিভিন্ন গ্যাসীয় পদার্থের পরিমাণ এবং স্তরগুলি একই অনুপাতে থাকে না বলেই এরূপ নামকরণ করা হয়েছে। NASA-র সমীক্ষা অনুযায়ী বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুযায়ী যে শ্রেণিবিভাগ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আর এক গুরুত্বপূর্ণ উপাদান হল বিষমমণ্ডল (heterosphere)। গ্রিক শব্দ Hetero-র অর্থ বিষম এবং Sphere-র অর্থ মণ্ডল, অর্থাৎ বিষমমণ্ডল। উন্নতা বাড়তে থাকে বলে স্তরটিকে উয়ুমণ্ডলও বলে। এই স্তর চারটি সম্পূর্ণ ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ে গঠিত। সেগুলি হল (i) আণবিক নাইট্রোজেন স্তর (molecular N₂ layer), এই স্তরের বিস্তার 100 থেকে 200 কিমি। (ii) পারমাণবিক অক্সিজেন স্তর (atomic O₂ layer) এই স্তরের বিস্তার 200 থেকে 1120 কিমি। (iii) হিলিয়াম স্তর (helium layer), এই স্তরের বিস্তার 1120 থেকে 3520 কিমি এবং (iv) হাইড্রোজেন স্তর (hydrogen layer), এই স্তরের বিস্তার 3,520 থেকে 10,000 কিমি পর্যন্ত। গ্যাসগুলির ওজন অনুসারে এই গ্যাসীয় স্তরগুলি পরপর সজ্জিত রয়েছে।