বায়োম(Biome)
সংজ্ঞা (Definition)
বাস্তুবিদ্যায় বায়োমের সংজ্ঞায় বলা হয়েছে যে, একটি নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, উচ্চতা, অক্ষাংশ ও ভূপ্রকৃতির সঙ্গে অভিযোজনের মাধ্যমে সৃষ্ট বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়কে নিয়ে গঠিত একটি বৃহৎ অঞ্চল হল বায়োম।
আই. জি. সিমন্স বায়োমের সংজ্ঞায় বলেছেন, ব্যাপকভাবে বিস্তৃত একটি বাস্তুতান্ত্রিক একককে সাধারণভাবে বায়োম বলা হয়, যদিও বাস্তুতন্ত্রের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা হয় তবে মাটি ও জলবায়ুর বণ্টনের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সুতরাং দেখা যায় বিভিন্ন জৈবিক বৈশিষ্ট্যর ওপর নির্ভর করে জীবমণ্ডলকে অনেকগুলি প্রাকৃতিক বাস্তুতন্ত্রে ভাগ করা যায়। যেমন-মরুভূমি, তৃণভূমি, বনভূমি ইত্যাদি, এগুলি এক একটি বায়োম। পরিশেষে বলা যায় বায়োম হল একটি বৃহৎ প্রাকৃতিক বাস্তুতন্ত্র যার মধ্যে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের একত্র সমাবেশ ঘটে।
ধারণা (Concept)
Biomes are very large ecological areas on the earth's surface, with fauna and flora adapting to their environment. অর্থাৎ পৃথিবীর বৃহৎ অঞ্চল যেখানে উদ্ভিদ ও প্রাণীরা তাদের উপযুক্ত পরিবেশে অভিযোজিত হতে পারে। উদ্ভিদ জগতের জীবন বিন্যাসের ওপর ভিত্তি করে জীবমণ্ডলকে কতকগুলি স্বাভাবিক বাস্তুতন্ত্রে ভাগ করা যায়। একটি বাস্তুতন্ত্রক ও একটি বায়োম, তবে যখন উদ্ভিদ, প্রাণী ও মৃত্তিকার মধ্যে পরস্পর আন্তঃক্রিয়ায় একত্রে সন্নিবেশ ঘটে। বায়োমের মধ্যে উপস্থিত বায়োর্টার আন্তর্গত জীবসমূহের ওপর পরিবেশের অজৈব উপাদান যেমন-ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি ও জৈব উপাদান স্বাভাবিক উদ্ভিদের প্রভাব পরিলক্ষিত হয়। বায়োমের অন্তর্গত সম্প্রদায়গুলির মধ্যে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় বেশি থাকে। তবে উদ্ভিদ জীবভর অন্যান্য সম্প্রদায়ের ওপর বেশি থাকায় উদ্ভিদের প্রভাব প্রকট হয়। উদ্ভিদবিদ্রাও বায়োমের অন্তর্গত লতা, গুল্ম গাছ প্রভৃতি সবুজ উদ্ভিদের জীবন বিন্যাসের বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন।
বায়োমের বৈশিষ্ট্য (Characteristics of Biome)
বায়োম হল একটি বৃহৎ প্রাকৃতিক বাস্তুতন্ত্র যার মধ্যে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের একত্র সমাবেশ ঘটে।
বায়োমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল-
(i) বায়োমের প্রকৃতি নির্ধারণে জলবায়ুর ভূমিকা সর্বাধিক। উয়তা ও বৃষ্টিপাতের বণ্টন ও তারতম্য বায়োমের তারতম্য ঘটায়।
ii) বায়োমের অন্তর্গত সব প্রাণী ও উদ্ভিদ প্রজাতি এক অপরের সংগে আন্তঃক্রিয়া করে ও পরিবেশে সাড়া দেয়।
(iii) পৃথিবীর সমধর্মী প্রাকৃতিক পরিবেশে সমধর্মী বায়োম গঠিত হয়।
(iv) বায়োমের বিস্তার ব্যাপক হয়ে থাকে তবে নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ।
(v) বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হল বায়োম।
(vi) বায়োমের প্রকৃতির পার্থক্যে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির পার্থক্য সৃষ্টি হয়।
(vii) দুটি বায়োমের প্রান্তবর্তী অঞ্চল ইকোটোন নামে পরিচিত। এখানে জীববৈচিত্র্য সর্বাধিক হয়।
(viii) উদ্ভিদের প্রকৃতি ও বিস্তার বায়োমের সীমা নির্ধারণে প্রধান ভূমিকা নেয়।
(ix) বায়োম জলজ ও স্থলজ হয় যা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হয়।
(x) বায়োমে কোনো নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ বা প্রাণী প্রজাতির প্রাধান্য লক্ষ করা যায়।