welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

প্রতীপ ঘূর্ণবাত(Anticyclone)

প্রতীপ ঘূর্ণবাত(Anticyclone)


ধারণা (Concept)

ঘূর্ণবাতের বিপরীত অবস্থাযুক্ত বায়বীয় গোলযোগ প্রতীপ ঘূর্ণিবাত নামে পরিচিত। প্রতীপ ঘূর্ণবাত বা anticyclone শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ফ্রানসিস গ্যালটন (Francis Galton) 1861 সালে। নাতিশীতোয় ও হিমমন্ডলের অন্তর্গত স্বল্প পরিসর স্থান হঠাৎ শীতল হয়ে পড়লে উচ্চচাপ কেন্দ্রের (high pressure) সৃষ্টি হয়। কিন্তু চারপাশে তখন তাপ ও বায়ুর চাপ উভয়েই কম থাকে। ফলে উচ্চচাপের শীত বায়ু প্রবল বেগে বাইরের নিম্নচাপের দিকে কুণ্ডলাকারে বয়ে যায় এবং প্রতীপ ঘূর্ণবাতের জন্ম দেয়।

প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য (Characteristics of Anticyclone)

1. প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ এবং বাইরের দিকে ক্রমশ নিম্নচাপ। এই চাপের পার্থক্য প্রায় 10-12 মিলিবার পর্যন্ত হয়।

2. প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু ওপরের দিক থেকে নীচের দিকে পাক খেয়ে নামতে থাকে এবং উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে বা ঘড়ির কাঁটার দিকে (clockwise) এবং দক্ষিণ গোলার্ধে বামাবর্তে বা ঘড়ির কাঁটার বিপরীতে (anticlockwise) প্রবাহিত হয়।

3. প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে সমচাপরেখাগুলি তুলনামূলকভাবে দূরে দূরে বিন্যস্ত থাকে। ফলে বায়ুপ্রবাহের গতিবেগ ধীর থাকে।

4. প্রতীপ ঘূর্ণাবর্তের আবহাওয়া শান্ত ও বায়ু শুদ্ধ থাকে। তবে ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী হয়।

5. এর প্রভাবে আকাশ সাধারণত মেঘমুক্ত থাকে। ফলে বৃষ্টি হয় না। গ্রীষ্মকালে মাঝে মাঝে হালকা কুয়াশা (haze), শীতকালে ঘন কুয়াশা (fog) ও তুহিন (frost) দেখা যায়।

উৎপত্তি ও গঠন (Origin and Structure)

বিজ্ঞানীদের মতে, প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি উর্ধ্বাকাশের বায়ু সঞ্চালন তথা উচ্চ পশ্চিমা বায়ু এবং রসবি তরঙ্গের সঙ্গে সম্পর্কিত। সাধারণত রসবি তরঙ্গের চূড়া (ridges) গুলোতে উপত্যকার (troughs) চেয়ে বায়ুর গতিবেগ অধিক থাকে। ফলে উপত্যকা অঞ্চলে বায়ুর সমকেন্দ্রিতা (convergence) প্রতিষ্ঠিত হয় যা ভূপৃষ্ঠস্থ বায়ুর অবনমন এবং কেন্দ্রবিমুখতা (divergence) দ্বারা পূরণ হয়ে সাম্য অবস্থায় compensate) আসে। সুতরাং বায়ু উপরের দিকে থেকে নীচের দিকে পাক খেয়ে নামতে থাকে এবং ভূপৃষ্ঠে এক চরম উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি করে। হিমমণ্ডল ও নাতিশীতোয় মণ্ডলে এভাবে যখন উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং এই স্থান থেকে বাতাস প্রবল বেগে বাইরের নিম্নচাপের দিকে আসে তখন তাকে প্রতীপ ঘূর্ণবাত বলে অর্থাৎ প্রতীপ ঘূর্ণবাতের বায়ু বহির্মুখী ও নিম্নগামী।

আবহাওয়া (Weather Codition)

প্রতীপ ঘূর্ণবাতের আবহাওয়া সাধারণত শান্ত ও শুদ্ধ থাকে। কিন্তু প্রতীপ ঘূর্ণবাতের মধ্যভাগের আবহাওয়া অনেক সময় বায়ুর উপর নির্ভর করে। ওপরের শীতল বায়ুর থেকে তুলনামূলক নীচের উষু বায়ুর দিকে বায়ুর প্রবাহ থাকায় জলীয় বাষ্পের অভাব থাকে না। কিন্তু শীতল হতে না পারায়, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না। তাই গ্রীষ্মকালে মেঘমুক্ত উজ্জ্বল আকাশ দেখা যায়। মাঝে মাঝে হালকা কুয়াশাও দেখা যায়। অবশ্য শীতকালে কুয়াশা অনেক কম হয়

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01