কোনো ফলাফল পাওয়া যায়নি

    UTM (Universal Transverse Mercator) গ্রিড বলতে কী বোঝ?

    UTM (Universal Transverse Mercator) গ্রিড বলতে কী বোঝ?


    উত্তর: মার্কিন সেনাবাহিনী ব্যবহৃত সারা পৃথিবীর জন্য যে প্রমাণ গ্রিড, তাকে UTM Grid বলে। 84° উত্তর অক্ষাংশ থেকে ৪০° দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অংশের মানচিত্র আড়াআড়ি বা অনুপ্রস্থ মার্কেটর অভিক্ষেপ পদ্ধতিতে আঁকা হয়। 6° দ্রাঘিমার ব্যবধানে সারা পৃথিবীকে 60 টি গ্রিড-এ ভাগ করা হয় এবং প্রতিটি গ্রিড দুদিকে তার পার্শ্ববর্তী গ্রিডের উপর হাফ ডিগ্রি করে আচ্ছাদন (covering) করে থাকে। প্রতিটি গ্রিড অঞ্চল 1 থেকে 60 পর্যন্ত সংখ্যা দিয়ে ক্রমান্বয়ে চিহ্নিত করা হয়। প্রথম গ্রিডটি শুরু হয় 180° পশ্চিম দ্রাঘিমায় এবং তারপর পূর্বদিকে গ্রিড অঞ্চলের ক্রমিক সংখ্যা বাড়তে থাকে। অক্ষাংশ ৪০ অন্তর অন্তর গ্রিড অঞ্চল ধরা হয়। তার প্রথমটি 'C' ধরা হয় ৪০° দক্ষিণ থেকে 72° দক্ষিণ। তারপর ক্রমান্বয়ে D, E,... ইত্যাদি গ্রিড অঞ্চলের মধ্য দয়ে পৌঁছনো হয় X-এ (72° উত্তর থেকে 84° উত্তর)। সুতরাং প্রতিটি গ্রিড চিহ্নিত হয় একটি ইংরেজি অক্ষর ও একটি সংখ্যা দিয়ে, যেমন- 4Q (অর্থাৎ 162°-156° পশ্চিম এবং 16°-24° উত্তর)। প্রতিটি গ্রিড (আয়তক্ষেত্রাকৃতি) অঞ্চলকে 10,000 বর্গকিমি (অর্থাৎ যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 100 কিমি দীর্ঘ) হিসাবে ক্ষুদ্রতর অঞ্চলে ভাগ করা হয় এবং এই ছোটো ভাগগুলি অন্য দুটি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। 100 কিমি বর্গ-এর এক-একটি অঞ্চল আরও ছোটো বর্গক্ষেত্রে ভাগ করা যায়, এবং সেই ছোটো বর্গক্ষেত্রকে 6 টি সংখ্যা দিয়ে নির্দেশ করা হয়। এভাবে শুধুমাত্র গ্রিড-এর ভিত্তিতে একটি শহর বা ক্ষুদ্র অঞ্চলের পরিচয় দাঁড়াবে 4QXC264839। প্রত্যেকটি অঞ্চলে কিমি গ্রিড আঁকার জন্য নিরক্ষরেখা এবং সেই অঞ্চলের মধ্য দ্রাঘিমা রেখা ব্যবহার হয়। মাকেটর পদ্ধতি প্রয়োগের জন্য কেন্দ্রবিন্দু ধরা হয়।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال