পৃষ্ঠীয় ভূমিরূপ (Surface Landform)
1. টেরারোসা (Terrarossa): 'টেরা' শব্দের অর্থ হল মাটি এবং 'রাসা' শব্দের অর্থ হল লাল মাটি, যা একধরনের অবিশৃদ্ধ চুনাপাথর দ্বারা গঠিত। অপেক্ষাকৃত কম ঢালযুক্ত অঞ্চলে ক্রমাগত দ্রবণ ক্ষয়ের জন্য চুনাপাথর নীচের দিকে অপসারিত হয়। কিন্তু অদ্রাব্য পাথর ও লৌহজাত পাথর জমাট বেঁধে যে লাল রঙের মাটির সৃষ্টি করে তাকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে (terra rossa) টেরারোসা বলে। এই অঞ্চলে ভৌম জলের ক্রিয়ায় এক ধরনের লাল আম্লিক কাদা আবরণের সৃষ্টি হয়। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে একে দেখতে ল্যাটেরাইট মাটির মতো হয়। এই মাটির গভীরতা কয়েক মিটার পর্যন্ত হতে পারে। এই মাটি ভূপৃষ্ঠকে আবৃত করে রাখে।
2. ল্যাপিস ও কারেন (Lapies and Karren): কোনো বিস্তীর্ণ উন্মুক্ত চুনাপাথর অঞ্চলে বৃষ্টির জল পড়লে শিলায় ফাটল ও ছিদ্র পথে ওই জল নীচের দিকে প্রবাহিত হয়। এই ধরনের নিম্নগামী জলের প্রবাহের ফলে শিলা অতিদ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিদ্রগুলি ধীরে ধীরে প্রশস্ত হয়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছিদ্রগুলি প্রশস্ত হয়ে গভীর খাতের সৃষ্টি করে। অনেকগুলি পাশাপাশি গর্তের মধ্যবর্তী অংশ সরু টিলার ন্যায় ভূমিরূপের সৃষ্টি করে। ফরাসি ভাষায় একে ল্যাপিস এবং জার্মান ভাষায় একে কারেন বলে। কারেন বিভিন্ন প্রকারের হতে পারে। যথা- (a) রিলেন কারেন (rinnel karren), (b) পিনাকেল কারেন (pinnacle karren) এবং (c) ক্লেষ্ট কারেন (cleft karren)
3. গ্রাইক ও ক্লিন্ট (Grike and Clint) কার্বনিক অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জলের দ্রবণের ফলে চুনাপাথর অঞ্চলের দারণ বা সংযুক্তিগুলি ক্ষয় পেয়ে গভীর হতে থাকে এবং আয়তনে বৃদ্ধি পেতে থাকে। পরস্পরচ্ছেদী এরূপ দারণগুলি সম্প্রসারিত হয়ে সংকীর্ণ লম্বা খাত এবং তার মধ্যবর্তী অংশে সংকীর্ণ সূচালো উচ্চভূমি বা আল সৃষ্টি করে। দীর্ঘ ও গভীর খাতগুলিকে ফ্রান্সে ল্যাপিয়ে, ইংল্যান্ডে গ্রাইক এবং জার্মানিতে কারেন বলে। গ্রাইকের মধ্যবর্তী সমতল সূচালো উচ্চভূমিকে ক্লিন্ট বলে। ভারতের স্বগ জেলার 2 কিমি উপরে নান্দনী খনি অঞ্চলে গ্রাইক ও ক্লিন্ট সৃষ্টি হয়েছে। যে সমস্ত গ্রাইকের দৈর্ঘ্য 10 মিটারের বেশি, প্রস্থ এ মিটার এবং গভীরতা 5 মিটার তাকে বোগাজ (bogaz) বলে।
.jpg)
.jpg)