কোনো ফলাফল পাওয়া যায়নি

    অসংগতি তল (plane of unconformity) বা অসংগতি রেখা শনাক্তকরণ (unconformity line)

    অসংগতি তল (plane of unconformity) বা অসংগতি রেখা শনাক্তকরণ (unconformity line)


    ভূতাত্ত্বিক মানচিত্রে নিম্নলিখিত লক্ষণের সাহায্যে অসংগতি তল বা অসংগতি রেখা সহজেই শনাক্ত করা যায়। যথা-

    ① ভূতাত্ত্বিক মানচিত্রে প্রাচীন শিলাস্তরগুলি যেখানে হঠাৎ শেষ হয়ে থাকে সেই রেখা বরাবর অসংগতিরেখা বিস্তৃত।

    ② প্রাচীন ও নবীন শিলাস্তগুলির নতির পরিমাণ ও নতির দিকের পার্থক্যের মাধ্যমে অসংগতিরেখা চেনা যায়।

    ③ভূ-তাত্ত্বিক মানচিত্রে যে শিলাস্তর বরাবর একাধিক শিলা কাটা পড়ে বা আটকে পড়ে সেই রেখা বরাবর অসংগতিরেখা বিস্তৃত। এই রেখার যে দিকে একই প্রকার শিলা থাকে সেগুলি নবীন যুগের শিলাস্তর আর যেদিকে① বিভিন্ন প্রকার শিলা থাকে সেগুলি প্রাচীন যুগের শিলাস্তর।

    ④ ভূতাত্ত্বিক মানচিত্রে একের অধিক দুই বা ততোধিক যুগের শিলাস্তর থাকলে অসংগতি রেখা লক্ষ্য করা যায়।

    ⑤ বিভিন্ন যুগে শিলাস্তরের বিস্তারের বৈষম্যমূলক প্রবণতা দেখে অসংগতি রেখা নির্ণয় করা যায়।

    ⑥ প্রাচীন ও নবীন যুগের শিলাস্তরগুলির ওপর অঙ্কিত আয়াম রেখা গুলি সাধারণত একে অপরকে ছেদ করায় অসংগতি রেখা লক্ষ্য করা যায়।


    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال