কোনো ফলাফল পাওয়া যায়নি

    অন্তর্ভুক্ত বা অন্তঃস্থ বা অন্তবর্তী কোণ নির্ণয়(computation of included angle)

    অন্তর্ভুক্ত বা অন্তঃস্থ বা অন্তবর্তী কোণ নির্ণয়(computation of included angle)



    কোনো বন্ধ ট্র্যাভার্সের জরিপ ঘড়ির কাঁটার দিকে (clock-wise) আবার ঘড়ির কাঁটার বিপরীতে (anti-clock wise) করা হয়ে থাকে। নিম্নে দুটি ক্ষেত্রে দুটি আলাদা সূত্র প্রয়োগ করা হল-

    ঘড়ির কাঁটার দিকে (clock-wise)

    (1)যে কোনো স্টেশনের সাপেক্ষে অন্তবর্তী কোণ পশ্চাৎবর্তী লাইনের পশ্চাৎ বিয়ারিং অগ্রবর্তী লাইনের সম্মুখ বিয়ারিং।

    (2)কোনো রেখার সম্মুখ বিয়ারিং থেকে এর আগের পশ্চাৎ বিয়ারিং বিয়োগ করতে হবে।

    (3)সম্মুখ বিয়ারিং-এর চেয়ে পশ্চাৎ বিয়ারিং বড়ো হলে বিয়োগ করার আগে সম্মুখ বিয়ারিং-এর সাথে 360 ^ 0 যোগ করতে হবে।

    ( 4)এরপর যদি বিয়োগফল 180 ^ 0 - বেশি হয়, বিয়োগফল থেকে 180 ^ 0 বিয়োগ করতে হবে। ওই বিয়োগ ফলটি হবে অন্তঃস্থ কোণ। এই নিয়ম অনুসারে প্রতিটি ট্র্যাভার্স-এর বাহু সংখ্যা যাই হোক না কেন অন্তঃস্থ কোণ হিসাব এইভাবে করতে হবে।

    ঘড়ির কাঁটার বিপরীত দিকে (anti clock-wise):

    ① কোনো রেখার সম্মুখ বিয়ারিং থেকে এর আগের পশ্চাৎ বিয়ারিং বিয়োগ করতে হবে।

    ② সম্মুখ বিয়ারিং-এর চেয়ে পশ্চাৎ বিয়ারিং বড়ো হলে বিয়োগ করার আগে সম্মুখ বিয়ারিং-এর সাথে 360 ^ 0 যোগ করতে হবে।

    ③ এরপর যদি বিয়োগফল 180 ^ 9 র বেশি হয়, বিয়োগফল থেকে 180 ^ 0 বিয়োগ করতে হবে। ওই বিয়োগ ফলটি হবে অন্তঃস্থ কোণ। এই নিয়ম অনুসারে প্রতিটি ট্র্যাভার্স-এর বাহু সংখ্যা যাই হোক না কেন অন্তঃস্থ কোণ হিসাব এইভাবে করতে হবে।


    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال