কোনো ফলাফল পাওয়া যায়নি

    প্লেন সার্ভে (plane survey)

    প্লেন সার্ভে (plane survey)


    সংজ্ঞা (definition): পৃথিবীপৃষ্ঠের স্বল্প পরিসর স্থানের জরিপকে প্লেন সার্ভে বা সমতল জরিপ বলে।

    বৈশিষ্ট্য (characteristics):

    (1)স্বল্প এলাকার জরিপ পদ্ধতি বা প্রক্রিয়া হওয়ায় পৃথিবীর বক্রতার পরিমাণ অতি নগণ্য হওয়ায় বক্রতা সংক্রান্ত ত্রুটিকে অগ্রাহ্য করা হয়।

    (2)এই পদ্ধতিতে জরিপ এলাকার ক্ষেত্রফল অবশ্যই 100 বর্গমাইলের কম হয়।

    (3)ক্ষুদ্র এলাকা জরিপের কারণে পৃথিবীপৃষ্ঠ সমতল হওয়ায় ত্রুটি সম্ভাবনা প্রায় থাকে না।

    (4)ক্ষুদ্র সামতলিক ক্ষেত্রের জরিপ পদ্ধতি তুলনামূলকভাবে সহজ ও কম সময় সাপেক্ষ

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال