কোনো ফলাফল পাওয়া যায়নি

    অর্থনৈতিক ভূগোলে বিষয়বস্তু (Contents in Economic Geography)

    অর্থনৈতিক ভূগোলে বিষয়বস্তু (Contents in Economic Geography)



    সম্পদশাস্ত্র ও অর্থনৈতিক ভূগোলে পরিবেশ, মানুষ ও সম্পদ নিয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিজ্ঞানের এই তিনটি উপাদানই সর্বদা পরিবর্তনশীল। পরিবেশ, মানুষ ও সম্পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ব্যাপক ও বৈচিত্রময় বলেই অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তুও ব্যাপক এবং গতিশীল। মানুষ ও তার বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলি অর্থনৈতিক ভূগোলের বিচার-বিশ্লেষণের মূল ব্যাপার।


    অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়গুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন  -

    (1) ভৌগোলিক পরিবেশের বৈশিষ্ট্য এবং মানুষের অর্থনৈতিক কাজকর্মের ওপর তার প্রভাব নিয়ে আলোচনা করা, 

    (2) সম্পদের বণ্টন, সঞ্চয়, ব্যবহার, উৎপাদন, বিনিময় ও সংরক্ষণ সম্বন্ধে আলোকপাত করা,

     (3) উন্নয়ন, অসাম্য ও অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগ এবং আঞ্চলিক গোষ্ঠীগুলির ভূমিকা বিশ্লেষণ করা,

     (4) অর্থনৈতিক কাজের দৈশিক ধরন (spatial pattern) বিশ্লেষণ করা,

     (5) অর্থনৈতিক কাজের ভিত্তিতে বিভিন্ন মডেল (model) (যেমন- ভন থুনেন, ওয়েবার, ল্যাশ প্রভৃতি অর্থনীতিবিদ-ভৌগোলিক এর মডেল) উদ্ভাবন করা, 

    (6) অর্থনৈতিক কাজের জন্য নীতি (policy) নির্ধারণ করা ইত্যাদি।


     ভৌগোলিক পরিবেশ ও মানুষের অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে সম্পর্ক: 

    পৃথিবীর কোথাও প্রাকৃতিক পরিবেশ সমান নয়। এমনকি, মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থাও এক নয়। ফলে ভৌগোলিক পরিবেশ বিভিন্ন ধরনের। এই পার্থক্য অর্থনীতিকে প্রতিনিয়ত প্রভাবিত করে। তাই মৌসুমি জলবায়ু অঞ্চলের কৃষিকাজ ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আলাদা। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলি খনিজ তেলের দৌলতে ধনী কিন্তু ঘানা, ইথিওপিয়া, জাইরে প্রভৃতি দেশ সে তুলনায় অনেক দরিদ্র। অর্থনৈতিক ভূগোল ভৌগোলিক পরিবেশের এই প্রভাবগুলি নিয়ে আলোচনা করে এবং পরিবেশের বাধাগুলিকে কাটিয়ে ওঠার পথ দেখায়।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال