পেগমাটাইট (PEGMATITE)

তিন সেমি বা তার থেকেও বড় দানার আগ্নেয় শিলাকে পেগমাটাইট বলে। কোনও কোনও ক্ষেত্রে পেগমাটাইটের এক-একটি কেলাস বহু মিটার, এমনকি

 পেগমাটাইট (PEGMATITE)


বৈশিষ্ট্য

 তিন সেমি বা তার থেকেও বড় দানার আগ্নেয় শিলাকে পেগমাটাইট বলে। কোনও কোনও ক্ষেত্রে পেগমাটাইটের এক-একটি কেলাস বহু মিটার, এমনকি 60-70 মিটারও হয়ে থাকে। সাধারণভাবে পেগমাটাইটের খনিজ সংযুক্তি গ্রানাইটের অনুরূপ হলেও ক্ষেত্রবিশেষে অন্যান্য আগ্নেয় শিলারও পেগমাটাইত হয়। তবে সেগুলিকে সেইসব আগ্নেয় শিলার নামে চিহ্নিত করা হয়। 

যেমন— গ্যাব্রো-পেগমাটাইট, সায়েনাইট- পেগমাটাইট ইত্যাদি। পেগমাটাইটের উৎপত্তির কারণ অনুমান করা হয় উদ্বায়ী পদার্থ সমৃদ্ধ সিলিকেট ম্যাগমার অতি ধীর কেলাসন। রূপান্তরিত শিলাময় ভূখণ্ডে পাওয়া পেগমাটাইটে আঞ্চলিক শিলার আত্তীকরণের প্রমাণ স্বরূপ গারনেট এবং অনুরূপ বিশিষ্ট রূপান্তরিত খনিজ কেলাস দেখা যায়।

 শনাক্তকরণের উপায়:

1 গঠন— কোয়ার্টজ, ফেস্পার, মাসকোভাইট, বায়োটাইট। 

2 বর্ণ— হালকা রঙের (light colour)।

3 আকৃতি— extremely cons 

4 আপেক্ষিক গুরুত্ব— মধ্যম প্রকৃতির (medium)

একটি মন্তব্য পোস্ট করুন