কোনো ফলাফল পাওয়া যায়নি

    বেলেপাথর (SANDSTONE)

    বেলেপাথর (SANDSTONE)


    • উৎপত্তি

     বেলেপাথর পাললিক শিলার অন্তর্গত। বালির কণা জমাট বেঁধে যে শিলা গঠিত হয়, তাকেই বেলেপাথর বলে।



    • বৈশিষ্ট্য 

    বেলেপাথরে বালুর কণাগুলো সাধারণত কোয়ার্টজ, বালুর কণাগুলো প্রধানত গোলাকার। কোয়ার্টজের কণাগুলো ছোটো ছোটো। অতি সূক্ষ্ম কণাবিশিষ্ট বেলেপাথরকে সিল্টস্টোন (siltstone) এবং নুড়ি আকৃতির কণা বিশিষ্ট


    বেলেপাথরকে কংগ্লোমারেট (conglomerate) বলা হয়। সিলিকন বা ওইরকম কোনও উপাদানের সংস্পর্শে কঠিন হলে এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, উপাদান ভেদে বেলেপাথরের রং লাল এবং হলুদ হয়। বালুর কণাগুলো . সিলিকা, ক্যালশিয়াম কার্বোনেট বা কেওলিন দ্বারা জমাটবদ্ধ হলে তার রং লাল বা বাদামি হয়। বেলেপাথরের কণাগুলো সংযোগ সাধক পদার্থের চেয়ে কঠিন। এজন্য এগুলো ভাঙলে কঠিন কণাগুলো অক্ষুণ্ণ থাকে কিন্তু জমাটবদ্ধকারী পদার্থ ভেঙে যায়। সিলিকা দ্বারা গঠিত বেলেপাথর খুব কঠিন, ফলে ইহা গৃহ নির্মাণ কাজে ব্যবহৃত হয়


    শনাক্তকরণের উপায়:

    1 গঠন— কোয়ার্টজ ও কিছু ম্যাগনেশিয়াম খনিজ।

    2 আকৃতি— স্তরায়িতশ

    3 বর্ণ- ধূসর হলুদ, লালচে খয়েরি ।

    4 বুনন – সূক্ষ্মদানা থেকে মোটা।

    5 আপেক্ষিক গুরুত্ব—2.51

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال