কোনো ফলাফল পাওয়া যায়নি

    ভূতাত্ত্বিক সময়ের মানদণ্ড অনুসারে জীববৈচিত্র্য Biodiversity according to Geological Time Scale

    ভূতাত্ত্বিক সময়ের মানদণ্ড অনুসারে জীববৈচিত্র্য Biodiversity according to Geological Time Scale 

    আজ থেকে 460 কোটি বছর আগে পৃথিবী যখন প্রথম তৈরি হল তখন এই গ্রহটি ছিল এক প্রাণহীন গোলকমাত্র । আর আজ সেই গোলক জুড়েই কত রকমের প্রাণের চিহ্ন । পৃথিবীর আদিম বাতাসে কোনো অক্সিজেন ছিল না , সুতরাং পৃথিবীর প্রথম উদ্ভিদগুলি বাতাসের অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে অভ্যস্ত ছিল । পৃথিবীতে আজও বহু রকম ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের অক্সিজেন ছাড়াই বেঁচে থাকে । তারপর পৃথিবীর আদিম উদ্ভিদগুলিও তাদের সালোকসংশ্লেষ ক্রিয়ার সাহায্যে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং কালক্রমে অন্যান্য প্রাণী ও উদ্ভিদের আবির্ভাব হয় । জীববিবর্তনের সূত্রপাত প্রথম সমুদ্রে ঘটেছিল এবং একটা বিরাট সময় ধরে ( 300 কোটি থেকে প্রায় 45 কোটি বছর আগে পর্যন্ত ) জীবজগৎ সমুদ্রেই আবর্তিত হয়েছিল । এরপর জল ও স্থলে জীবজগতের বিবর্তন গত 45 কোটি বছরের মধ্যে কয়েক গুণ বেড়ে গেছে । নীচের সারণিতে এই জীববৈচিত্রর বিভিন্ন যুগ ধরে আলোচনা করা হল—
    ★প্রি - ক্যামব্রিয়ান যুগ ( Pre - cambrian Era ) 

    এই যুগে গ্রামের বিকাশ শুরু হয় প্রায় 380 কোটি বছর আগে । তবে এই যুগে উদ্ভিদ ও প্রাণীর আবির্ভাব ও অস্তিত্বের বিশেষ কোনো প্রমাণ শিলাস্তরগুলির মধ্যে খুঁজে পাওয়া যায়নি । অতি সামান্য কিছু জীবাণু , সরল উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে এ যুগের শিলাস্তরগুলির মধ্যে প্রি - ক্যামব্রিয়ানের শেষ দিকে আলগি এবং ব্যাকটেরিয়ার প্র থাকলেও তার সঙ্গে কিছু কীট ও স্পপ্তের আবির্ভাব ঘটে । এই সময় সমস্ত প্রাণী ছিল অমেরুদণ্ডী প্রকৃতির এবং অবায়ুজীবী বা কম অক্সিজেন যুক্ত বায়ুতে বসবাসের উপযোগী । 

    ★প্যালিয়োজোয়িক যুগ ( Paleozoic Era ) 

    1. আজ থেকে প্রায় 54.7 কোটি বছর আগে প্যালিওজোয়িক যুগ শুরু হয়েছিল এবং স্থায়ী হয়েছিল প্রায় 30 কোটি বছর ।


    2. এই যুগে প্রাণীজগতের অধিকাংশ অনুন্নত অমেরুদণ্ডী প্রাণীর রাজত্ব ছিল । এদের মধ্যে আর্কিওসায়াথিয়ান , ট্রাইলোবাইট , গ্রাপ্টোলাইট , ব্রাকিও পড , নটিলয়েড ইত্যাদি প্রধান । 

    3. ক্যামব্রিয়ান উপযুগে জলজ প্রাণীদেরই প্রাধান্য ছিল । এদের মধ্যে রেডিওলরিয়া ও ফোরামিনিফেরা উল্লেখযোগ্য । এই উপযুগে প্রথম সুস্পষ্ট জীবাশ্ম পাওয়া যায় 

    4. অর্ডোভিসিয়ান উপযুগে মেরুদণ্ডী মাছ জাতীয় প্রাণীদের উদ্ভব ঘটে । এছাড়া ট্রাইলোবাইট , প্টোলাইটদের উপস্থিতিও ছিল 
    5. সিরিয়ান উপযুগে সংবাহীহীন জলজ উদ্ভিদ যথা ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদের সূচনা হয় । এই জাতীয় গাছগুলি মস জাতীয় ছোটো ছোটো উদ্ভিদ । এই যুগে প্রথম প্রধান প্রাচীরের উদ্ভব ঘটে । 

    6. ডেভোনিয়ান উপযুগে উভচর প্রাণীর সৃষ্টি হয় । আবার এই যুগেই উদ্ভিদের মধ্যে বড়ো গাছের আবির্ভাব ঘটে । ডেভোনিয়ান উপযুগে প্রথম বাংল তৈরি হয় । 

    7. কার্বনিফেরাস উপযুগে প্রথম বৃক্ষসমৃদ্ধ বনাঞ্চলের সূচনা হয় যাকে কোল ফরেস্ট ( Coal forest ) বা কয়লা বনা বলা হয় । আমরা বর্তমানে যে কয়লা দেখি তা মূলত এই সময় তৈরি হয়েছিল । এই সময় উদ্ভিদ জগতে এক বিশেষ ধরনের উদ্ভিদের প্রাচুর্য ছিল । সেগুলি ছিল সিড ফার্ন অর্থাৎ বীজ উৎপাদনকারী ফার্ন । আজকের বাস্তবীজী উদ্ভিদের সৃষ্টি এই সিড ফার্ন থেকে । এই উপযুগে সরীসৃপ প্রাণীদের উদ্ভব হয় । 

    ৪. পার্সিয়ান উপযুগে টেরিডোম্পার্ম , টেরিডোফাইট জাতীয় বিশাল উদ্ভিনের অরণ্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে । গার্ডিয়ান উপযুগের সরীসৃপ ও উভচর প্রাণীদের বিকাশ ঘটে । এই সময় সরলবর্গীয় গাছের বিস্তার দেখা যায় ।

    ★মেসোজোয়িক যুগ ( Mesozoic Era ) 

    1.মেসোজোয়িক যুগ শুরু হয় আজ থেকে 24.5 কোটি বছর আগে এবং স্থায়ী হয়েছিল প্রায় 18 কোটি বছর । 

    2.মেসোজোয়িক যুগে শুরু অর্থাৎ ট্রায়াসিক উপযুগে আবহাওয়া ছিল বেশ উয় ও আর্দ্র । ফলে সরীসৃপদের বিস্তার ও বৈচিত্র্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছোয় । এই উপযুগে উদ্বৃত্ত সরীসৃপের আবির্ভাব ঘটে এবং ডায়নোসরের আবির্ভাব ঘটে 

    3. জুরাসিক উপযুগে ডায়নোসরদের চরম বিকাশ ঘটে এবং সারা পৃথিবীর জল ও স্থলভাগে তাদের বিরাজ ছিল । পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের আবির্ভাব এই উপযুগেই হয়।

    4. ক্রিটেসিয়াস উপযুগের শেষ ভাগে ডায়নোসরদের ধ্বংস এবং অবলুপ্তি ঘটে । তবে স্তন্যপায়ী প্রাণীদের বিস্তার ঘটে । 

    5. উদ্ভিদজগতে বিভিন্ন ধরনের ব্যক্তবীজী উদ্ভিদ এবং কিছু সপুষ্পক উদ্ভিদের আগমন ঘটে । সুপুষ্পক উদ্ভিদের বৈচিত্র্য দ্রুত বাড়তে থাকে ক্রিটেসিয়াস যুগের শেষ ভাগ থেকে । অন্যদিকে ফার্নজাতীয় বেশ কিছু উদ্ভিদ ক্রমশ অবলুপ্ত হতে থাকে । 

    6. জীববৈচিত্র্যের দিক থেকে মেসোজোয়িক যুগ ছিল বৈচিত্র্যময় ও অভিব্যক্তির দিক থেকে উন্নত । এযুগে প্রাণী ও উদ্ভিদকুলের শিলাস্তরে অনেক উন্নত সংরক্ষণ ঘটেছে ।

    ★সেনোজোয়িক যুগ ( Cenozoic Era ) 

    1. সাড়ে ছয় কোটি বছর আগে সেনোজোয়িক যুগ শুরু হয় । সেনোজোয়িক যুগের দুটি উপযুগ – ( a ) কোয়াটারনারি ও ( b ) টারসিয়ারি এবং সাতটি অধিযুগ ।

    2. এই যুগে পৃথিবীজুড়ে বিভিন্ন প্রজাতির অবলুপ্তি যেমন ঘটতে থাকে তেমন নতুন প্রজাতির উদ্ভব ঘটে । 

    3. প্যালিওসিন ও ইয়োসিন অধিযুগে ঘোড়াদের পূর্বপুরুষ ও বর্তমান গবাদি প্রাণীদের উদ্ভব ঘটে । এই সময় গুপ্তবীজী সপুষ্পক উদ্ভিদের বিস্তার লক্ষ করা যায় । 

    4. অলিগোসিন উপযুগে বানর গোষ্ঠী ও শূকর গোষ্ঠীর আবির্ভাব হয় । 

    5. মায়োসিন উপযুগে কুকুর ও ভাল্লুকের উদ্ভব হয় । তাছাড়া এই উপযুগে সপুষ্পক উদ্ভিদের চূড়ান্ত বিকাশ হয় । তৃণভোজী স্তন্যপায়ী প্রাণীদেরও বিস্তার লক্ষ করা যায় । 

    6. প্লায়োসিন উপযুগে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিপুল বৈচিত্র্য লক্ষ করা যায় । এসময়ে হাতিরা এশিয়া ও আফ্রিকায় ছড়িয়ে পড়ে । বিবিধ বনমানুষের প্রাচুর্য লক্ষ করা যায় । 

    7. প্লাইস্টোসিন উপযুগ তুষার যুগ নামে পরিচিত । প্রাচীন পৃথিবীর অপেক্ষাকৃত বড়ো মাপের প্রাণীরা এসময়ে অবলুপ্ত হয় । এই সময়ে মানুষরা ক্রমশ বিবর্তিত হয়ে আধুনিক মানুষের পরিণত হয় । সমুদ্রে প্ল্যাংকটনের উদ্ভব এই সময়ে লক্ষ করা যায় ।
    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال