কোনো ফলাফল পাওয়া যায়নি

    ভূতাত্ত্বিক সময়ের মানদণ্ড অনুসারে ভারতের জীববৈচিত্র্য Biodiversity of India according to Geological Time Scales

    ভূতাত্ত্বিক সময়ের মানদণ্ড অনুসারে ভারতের জীববৈচিত্র্য Biodiversity of India according to Geological Time Scales 

    পৃথিবীর বিভিন্ন বয়সের জীববৈচিত্র্যের ধরন ছিল ভিন্ন ভিন্ন । আবার সব জায়গায় সব জীবেরও সন্ধান পাওয়া যায়নি । ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় । ভারতীয় উপমহাদেশের উৎপত্তি ও গঠন এবং স্থানান্তর যুগে যুগে যেমনভাবে হয়েছে সেভাবে জীববৈচিত্র্যও তৈরি হয়েছে । শিলাস্তরে সজ্জিত বিভিন্ন ধরনের ফসিল অনুসন্ধান ও তার গঠন অধ্যয়ন করে এ সম্বন্ধে কিছু তথ্য জানা যায় । এই তথ্য আলোচনা করলে দেখতে পাওয়া যায় সমস্ত যুগে বা উপযুগে ভারতে উদ্ভিদ ও প্রাণীকুলের বিস্তার ছিল না । কোনো কোনো বিশেষ যুগে অধিক মাত্রায় ছিল ।

     ★প্যালিওজোয়িক যুগ ( Paleozoic Era ) 

    1. প্যালিওজোয়িক যুগে ভারতের বেশ কয়েকটি অংশে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে । ক্যামব্রিয়ান , অর্ডোভিসিয়ান ও সিলুরিয়ান উপযুগের জীবাশ্ম পাওয়া গেছে পশ্চিম পাঞ্জাবের লবণ পর্বত অঞ্চলে ( বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত ) ।

    2 . হিমাচল প্রদেশের স্পিটি নদীর উপত্যকা অপর উল্লেখযোগ্য জীবাশ্ম অঞ্চল । এই অংশের বিভিন্ন যুগে প্রচুর জাবায় পাওয়া গেছে । মনে করা হয় এই অনলটি টেথিস মহীপাতের অন্তর্ভুক্ত 

    3. তৃতীয় উল্লেখযোগ্য অঞ্চলটি হল কাশ্মীর । এটিও টেথিস মহীখাতের অন্তর্ভুক্ত । এই অঞ্চলে অর্ডোভিসিয়ান , সিধুরিয়ান ও জেভোনিয়ান উপযুগের জীবাশ্ম ( fossil ) পাওয়া গেছে ।

     4. ভারতের উত্তর হিমালয় অঞ্চলে কার্বনিফেরাস ও পার্সিয়ান উপযুগে সামুদ্রিক অবক্ষেপ পাওয়া গেছে । 

    5. উপদ্বীনীয় ভারতীয় অংশে অবশ্য প্যালিওজোয়িক যুগের তেমন জীবাশ্মের সন্ধান পাওয়া যায়নি । এই আশে কেবল পার্সিয়ান উপযুগের অবক্ষেপ পাওয়া গেছে , তবে এই অবক্ষেপ সমুদ্রের ন্যয় , নদীজাতীয় । 

    ★মেসোজোয়িক যুগ ( Mesozoic Era ) 

    1. ভারতের মেসোজোধিক উপযুগ বেশ বৈচিত্র্যময় । এই যুগে ভারতের প্রাচীনতম অংশ অর্থাৎ মধ্যভারত তৈরি হয় ।। এই অংশের বিবর্তন ও জীববৈচিত্রা উভয়ই বৈচিত্র্যময় ।

     2. ভারতবর্ষের স্থলভাগ ও ভাগ হি সম্পূর্ণ আলাদা । হিমালয় পর্বতের কোনো চিহ্ন তখন ছিল না । দক্ষিণ ভারত ছিল গন্ডোয়ানাল্যান্ডের অংশ বিশেষ । এর মাঝে ছিল বিশাল টেথিস মহীখাত । এই সময় ছিল না আরবসাগর বা বঙ্গোপসাগর । 

    3. ক্রিটেসিয়াস উপযুগে দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বিষয় ছিল আমেয়োচ্ছ্বাস । বিহারের সাঁওতাল পরগনা বা রাজমহল অদল এবং দক্ষিণ ভারতের বহু জায়গায় এই যুগের বিভিন্ন সময়ে অগ্ন্যুৎপাত হতে দেখা যায় । অগ্ন্যুৎপাতের 1691 ডেকানট্র্যাপের ( deccan trap ) সৃষ্টি হয়

     4. ক্রিটেসিয়াস উপযুগের শেষ দিকে টেথিস সাগরের সংকোচন ঘটে এবং হিমালয় পর্বতের উত্থানের সূচনা হয় । এই সময় ভারতীয় উপমহাদেশে সপুষ্পক উদ্ভিদের আবির্ভাব ও দ্রুত ক্রমবিকাশ হয় । 

    5. দক্ষিণ ভারতের মধ্যপ্রদেশের বরাকর , ওড়িশার তালচের এবং পশ্চিমবঙ্গোর রানিগঞ্জ অঞ্চলে মসোপ্টেরিস ( glossopteris ) উদ্ভিদের আধিপত্য লক্ষ করা যায় । 

    6. মধ্যপ্রদেশের পাঁচমারী ও পশ্চিমবাংলার পাশ্যেৎ অঞ্চলে ডাইক্লইডিয়ম ( dicroidium ) নামে একধরনের ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছে । নামে ফার্ন ও অাবা উদ্ভিদের সমাবেশ লক্ষ করা যায় । 

    7. বিহারের রাজমহল , মধ্যপ্রদেশের জব্বলপুর , এবং পশ্চিমবাংলার দুবরাজপুর অঞ্চলে টাইলোফাইলাম ( ptylophyllum ) নামে ফার্ন ও ব্যক্তজীবী উদ্ভিদের সমাবেশ লক্ষ্য করা যায়।

    ৪. কেবল উদ্ভিদ নয় সম্প্রতি এক ধরনের প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে ভারতের সাতপুরা - গন্ডোয়ানা বেসিন অঞ্চলে । শৃঙ্গাসাউরস ( Shringasaurus ) নামে একপ্রকার সরীসৃপের জীবাশ্ম পাওয়া গেছে এই অঞ্চলে । যাদের উচ্চতা ছিল প্রায় 4 মিটার লম্বা । এরা ছিল সম্পূর্ণ তৃণভোজী । 

    ★সেনোজোয়িক যুগ ( Cenozoic Era ) 

     1. সেনোজোয়িক যুগে ভারতীয় উপমহাদেশে অনেক গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের পরিবর্তন লক্ষ করা যায় ।

    2. পৃথিবীর অন্যান্য অংশের মতো এখানেও এই যুগে স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণীদের আধিপত্য লক্ষ করা যায় । মনে করা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে স্তন্যপায়ীদের বিস্তার ছিল সর্বাধিক । 

    3. স্তন্যপায়ী বিবর্তনের শেষ দিকে প্লাইস্টোসিন উপযুগে মানুষের আবির্ভাব ঘটে । পৃথিবীর বহু দেশে মানুষের জীবাশ্ম পাওয়া গেলেও ভারতবর্ষে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি । কিন্তু ভারতের বিভিন্ন অংশে প্রস্তর নির্মিত অস্ত্র - শস্ত্র পাওয়া গেছে যা তখনকার দিনের মানুষ ব্যবহার করত বলে মনে করা হয় । 

    4. সেনোজোয়িক যুগে ভারতে গুপ্তবীজী উদ্ভিদের বিস্তার ঘটে । দাক্ষিণাত্য মালভূমির লাভা অঞ্চলের স্থানে স্থানে পাললিক সঞ্চয়ের মধ্যে পাম জাতীয় গুপ্তবীজী উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে । 

    5. সেনোজোয়িক যুগের শেষ দিকে কোয়াটারনারি উপযুগে নর্মদা পলিমাটি স্তর কিংবা গোদাবরী পলিমাটি স্তরে হাতি , গণ্ডার প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে । 

    6. প্লাইস্টোসিন উপযুগের প্রথমদিকে ভারতে হিমযুগের আবির্ভাব ঘটে । ফলে শিবালিক অঞ্চলে অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী ধ্বংস হয় ।
    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال