welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) শিক্ষার উন্নয়নের কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষা নীতি (1986)অভিমত কি ছিল?

তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) শিক্ষার উন্নয়নের কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষা নীতি (1986)অভিমত কি ছিল?


উত্তর 

SC,ST, শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশনের বক্তব্য 

স্বাধীন ভারতের সংবিধানের তপশিলি জাতি ও তপশিলির উপজাতি শিক্ষা সহ অনান্য সুযোগ ও অধিকারের কথা উল্লেখ করা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের এই সম্প্রদায়ের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ও এদের অন্যান্য সুযোগ-সুবিধা দান কে রাষ্ট্রের অন্যতম কর্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এদের উন্নতিকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে। কিন্তু জনসংখ্যার চাপ ও দারিদ্র্য কারণে এই সম্প্রদায়ের শিক্ষা সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। কোঠারি কমিশনের এবং জাতীয় শিক্ষানীতি তে এদের শিক্ষা প্রসারের বিভিন্ন গুরুত্ব দান কথা বলা হয়েছে নিজে কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি সুপারিশ গুলি উল্লেখ করা হলো-

1. সুযোগ দিন:SC,ST, সম্প্রদায় গুপ্ত ছেলেমেয়েরা বর্তমানে যে ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছে আদা আরো বৃদ্ধি করতে হবে। 

2. যাযাবর ও অর্ধ যাযাবরের শিক্ষা: কমিশনের মতে যাযাবর ও অর্ধ যাযাবর সম্প্রদায়ের মানুষের জন্য শিক্ষা সুযোগ আরো বৃদ্ধি করতে হবে। 

3. আশ্রম বিদ্যালয় স্থাপন: দেশের জন বিরল স্থল বা অঞ্চল গুলিতে অধিক সংখ্যায় আশ্রম বিদ্যালয় গড়ে তুলতে হবে। 

4. উত্তর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসার:SC,ST, সম্প্রদায়ের  ভুক্ত ছেলেমেয়েদের জন্য উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে 

5. আবাসন ও কোচিংয়ের ব্যবস্থা:SC,ST, সম্প্রদায় ভুক্ত ছেলেমেয়েদের জন্য হোস্টেল বা আবাসন এবং বিশেষ কোচিং এর ব্যবস্থা করতে হবে।। 

6. উপজাতি ভাষা পাঠ্যপুস্তক প্রণয়ন: উপজাতি সম্প্রদায়ের মধ্যে শিক্ষা প্রসার ঘটানো উদ্দেশ্য তাদের মাতৃভাষা পাঠ্যপুস্তক ও শিক্ষাপকরন প্রদানের ব্যবস্থা করতে হবে। 

7. স্কলারশিপের ব্যবস্থা: উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিমাণে অর্থ স্কলারশিপ হিসেবে প্রদানের ব্যবস্থা করতে হবে। 

SC,ST, শিক্ষার উন্নয়নের জাতি শিক্ষানীতি (NEP-1986)র বক্তব্য 

আর্থিক ও সামাজিকভাবে নিপীড়ি SC,ST, সম্প্রদায়ের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা না করলে একদিকে যেমন জাতীয় সংহতি বিপন্ন হবে তেমন অন্যদিকে দেশ সবদিক থেকে পিছিয়ে পড়বে। এই বিষয়টি অনুধাবন করে জাতীয় শিক্ষা নীতিতে SC, এবং ST সম্প্রদায়ের জন্য কতগুলি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। নিচে সেই গুলি উল্লেখ করা হলো-

তপশিলি জাতি শিক্ষা প্রসঙ্গ 

1. পরিবারকে উৎসাহ দান: 14 বছরের বয়স পর্যন্ত সমস্ত ছেলেমেয়ে যাতে নিয়মিত বিদ্যালয়ে যায় তার জন্য পরিবারগুলিকে উৎসাহ দানের ব্যবস্থা করা। 

2. বৃত্তি দানের ব্যবস্থা: সমাজের নির্মিত শ্রেণীর ছেলেমেয়েদের পঠন পাঠনের জন্য বৃত্তিদানের ব্যবস্থা কর। 

3. বিদ্যালয়ের নির্মাণ: তপশিলি সম্প্রদায়ের সুবিধা মত স্থানে বিদ্যালয় নির্মাণের ব্যবস্থা করা।

4. শিক্ষার্থীদের জন্যই হোস্টেল নির্মাণ: তপশিলি সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে পোস্টের নির্মাণের ব্যবস্থা করা। 

5. তপশিলি শিক্ষক নিয়োগ: তপশিলি বিদ্যালয়ে তপশিলি সম্প্রদায় মুক্ত শিক্ষিত ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ ব্যবস্থা করেন। 

তপশিলি উপজাতিদের শিক্ষা প্রসঙ্গ 

1. অগ্রধিকারের ভিত্তিতে বিদ্যালয়ের স্থাপন: তপশিলি উপজাতি ও আদর্শিত অঞ্চলে অগ্রধিকারের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করতে হবে।

2. উপজাতি ভাষা শিক্ষোপ করন তৈরি: প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের জন্য তাদের ভাষায় শিক্ষক করণ তৈরি ব্যবস্থা করতে হবে।। পরবর্তী পর্যায়ে আঞ্চলিক ভাষায় শিক্ষা গ্রহণে যাতে অসুবিধা না হয় তার জন্যও সজাগ দৃষ্টি রাখতে হবে। 

4. উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসার:SC,ST সম্প্রদায়গুক্ত ছেলেমেয়েদের জন্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

5. আবাসন ও কোচিংয়ের ব্যবস্থা:SC, ST, সম্প্রদায়যুক্ত ছেলেমেয়েদের জন্য হোস্টেল বা আবাসন এবং বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করতে হবে।

6. উপজাতি ভাষার পাঠ্যপুস্তক প্রণয়ন: উপজাতি সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রসার ঘটনার উদ্দেশ্য তাদের মাতৃভাষা পাঠ্যপুস্তক ও শিক্ষক করণ প্রদানের ব্যবস্থা করতে হবে। 

7. উপজাতি সংগঠন তৈরি: উপজাতি সম্প্রদায়ের সেবার উদ্দেশ্য একটি সংগঠন তৈরি ব্যবস্থা করতে হবে। শুরুতে ওই সংগঠন অন্য সম্প্রদায় মানুষকে অন্তর্ভুক্ত করা হলেও পরিবর্তনকালে কেবল উপজাতি সম্প্রদায় ব্যক্তিবর্গের মাধ্যমে সংগঠন চালানোর ব্যবস্থা করতে হবে।

SC,ST, শিক্ষার উন্নয়নের জাতীয় শিক্ষানীতি বক্তব্য 

     আর্থিক ও সামাজিকভাবে নিপীড়িত SC,ST সম্প্রদায়ের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা না করলে একদিকে যেমন জাতীয় সংহতি বিপন্ন হবে তেমনি অন্যদিকে দেশ সর্বদিক থেকে পিছিয়ে পড়বে। এই বিষয়টি অনুধাবন করে জাতীয় শিক্ষানীতি SC,ST সম্প্রদায়ের জন্য কতগুলি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। নিচে সেইগুলি উল্লেখ করা হলো-

তপশিলি জাতির শিক্ষা প্রসঙ্গে 

1. পরিবারকে উৎসাহ দান: 14 বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলে মেয়ের যাতে নিয়মিত বিদ্যালয়ে যায় তার জন্য পরিবারগুলিকে উৎসাহ দানের ব্যবস্থা করা। 

2. বৃষ্টি দানের ব্যবস্থা: সমাজের নিরবিত্ত শ্রেণীর ছেলেমেয়েদের পঠন পাঠনের জন্য ব্যক্তি দানের ব্যবস্থা করা। 

3. বিদ্যালয় নির্মাণ: তপশিলি সম্প্রদায়ের সুবিধামতো স্থানে বিদ্যালয় নির্মাণের ব্যবস্থা করা। 

4. শিক্ষার্থীদের জন্য হোস্টেল নির্মাণ: তপশিলি সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে হোস্টেল নির্মাণের ব্যবস্থা করা। 

5. তপশিলি শিক্ষক নিয়োগ: তপশিলি বিদ্যালয় তপশিলি সম্প্রদায়ভুক্ত শিক্ষিত ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের ব্যবস্থা করা। 



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01