স্কিনারের মতে, আচরণ কত প্রকারের ও কী কী? স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো।
উত্তর
স্কিনারের মতে আচরণের প্রকারভেদ
রিনারের মতে, আচরণ দু-রকমের। ব্রেসপন্ডেন্ট এবং । অপারেন্ট। যেসব আহরণে নির্দিষ্ট উদ্দীপক আছে (যেমন-লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোহনের জন্য উজ্জ্বল আলো ইত্যাদি) সেগুলিকে রেসপন্ডেন্ট-জাতীয় আহরণের অন্তর্ভুক্ত করা হয়। আর যেসব আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে-কোনো উদ্দীপকের সঙ্গে ওই আচরণ ঘটানো যেতে পারে, তা অপারেন্ট-জাতীয় আচরণের অন্তর্ভুক্ত। যেমন কোনো শিক্ষার্থী যদি বানান ভুল কমাতে পারে তাহলে তাকে চকোলেট দেওয়া। এ ছাড়া চাহিদা, বেদনাদায়ক অনুভূতি, আনন্দদায়ক অনুভূতি প্রভৃতি অধিকাংশ ইচ্ছাসাপেক্ষ আচরণ অপারেন্ট-জাতীয়। জিনার প্রধানত অপারেন্ট-জাতীয় আচরণের ওপর গবেষণা করেছিলেন, যেখানে প্যাডলড করেছিলেন রেসপন্ডেন্ট-জাতীয় আচরণ ওপর।
সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের পরীক্ষা
সক্রিয় অনুবর্তনের ওপর পরীক্ষা করার জন্য স্কিনার একটি বিশেষ বাক্স ব্যবহার করেন যা 'Skinner Box' নামে পরিচিত। এই বাক্সে একটি ট্রে আছে। ট্রেটি একটি যন্ত্রের দ্বারা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে একটি বোতামের ওপর চাপ দিলেই ট্রে-তে খাবার চলে আসে।
জিনার একটি দুধার্ত ইঁদুরকে তাঁর তৈরি বাক্সের মধ্যে প্রবেশ করান। পরীক্ষার সঙ্গে ইদুরটিকে পরিচিত করানোর জন্য প্রথমে ট্রে-তে খাবার রাখা হয়। স্বাভাবিকভাবেই ইদুরটি বাক্সে থাকাকালীন সময়ে বোতামে চাপ দিয়ে এক খাবার আনা হয়। প্রথম পরীক্ষার উদ্দেশ্য ছিল ইঁদুরকে ট্রে-র মধ্যে খাদ্য থাকা সম্পর্কে পরিচিত করানো। আর দ্বিতীয় পরীক্ষার উদ্দেশ্য ছিল ইদুরটিকে বর্ণ জিনারের পরীক্ষা সম্পর্কে পরিচিত করানো। এরপর ইদুরটিকে পুনরায় বাক্সে প্রবেশ করানো হয়। ইদুরটি ট্রে-র দিকে ছুটে যায় খাবারের আশায় কিছু খাবার না পাওয়ায় নানারকম সঞ্চালনমূলক আচরণ করতে থাকে। হঠাৎ ইদুরটি বাক্সের মধ্যে অবস্থিত বোতামে চাপ দেওয়ার ফলে ট্রে-তে খাবার এসে পড়ে। এই পরীক্ষা বারবার চালানোর পর দেখা যায় ইদুরটিকে বাক্সের মধ্যে রাখামাত্র সে সোজা বোতামের কাছে গিয়ে বোতামে চাপ দিয়ে ট্রে-তে খাবার নিয়ে আসে। অর্থাৎ, এই প্রক্রিয়ায় শক্তিদায়ী উদ্দীপক খাদ্য বোতামে চাপ দেওয়ার প্রতিক্রিয়ার সম্ভাবনা বৃদ্ধি করেছে।
এইভাবে বোতামে চাপ দেওয়া এবং খাবার পাওয়ার মধ্যে অনুবর্তন মাটে। এই অনুবর্তনে ইদুরের (এখানে শিক্ষার্থী) সক্রিয়তা একান্তভাবে প্রয়োজন বলে একে সক্রিয় অনুবর্তন বলে।
.jpg)
.jpg)