welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

সক্রিয় অনুবর্তন এর নীতিগুলি উল্লেখ কর। প্রাচীন অনুবর্তন তত্ত্বের সীমাবদ্ধতা লেখ।

সক্রিয় অনুবর্তন এর নীতিগুলি উল্লেখ কর। প্রাচীন অনুবর্তন তত্ত্বের সীমাবদ্ধতা লেখ। 


উত্তর 

সক্রিয় অনুবর্তনের নীতি সমূহ 

চাকরি অনুবর্তনের নীতিগুলি হল-

1. বিন্যাস কারণ: প্রাণীর মধ্যে বাঞ্ছিত আচরণ নিয়ে আসার জন্য পরিকল্পিতভাবে শক্তি দায়ী উদ্দীপকের ব্যবস্থাকেই বিন্যাস করণ বলে। 

2. শক্তি দাতা: স্কিনার আচরণ পরিবর্তনের কৌশল হিসেবে শক্তি দায়ী উদ্দীপক ব্যবহার করেছে।। শক্তি দাতা বলতে এমন ঘটনাকে বোঝায় যা আচরণের সম্ভব তা বৃদ্ধি করে। 

3. প্রাথমিক প্রস্তুতি: সক্রিয় অনুবর্তন সৃষ্টি হওয়ার আগে প্রাণীর প্রাথমিক পদ্ধতি থাকা প্রয়োজন। এই বস্তুটি প্রাণীকে পরীক্ষামূলক পরিস্থিতির উপযোগী করে তোলে। 

4. বিলোপ সাধন: যদি সঠিক প্রতিক্রিয়া টি করার পরেও শক্তি দায়ী উদ্দীপক না পাওয়া যায় তাহলে প্রাচীন অনুবর্তন এর মত সক্রিয় অনুবর্তনীয় বিলোপ ঘটে।

5. স্বতঃস্ফূর্ত পুনরাবিভাব: প্রাচীন অনুবর্তনের মতো সক্রিয় অনুবর্তন এর স্বতঃ পুনরাব বিভাগ ঘটে। সক্রিয় অনুবর্তনের বিলোপ সাধনের পরে যদি কিছু সময়ের জন্য প্রাণীকে দূরে রেখে পুনরায় একক পরিস্থিতিতে নিয়ে এসে দু-একবার শক্তি দায়ী উদ্দীপক উপস্থাপন করা হয় তাহলে পুনরায় সক্রিয় অনুবর্তন দেখা যাবে।। 

6. স্থায়িত্ব: সক্রিয় অনুবর্তনের অজিত আচরণের স্থায়িত্ব নির্ভর করে শক্তি দায়ী উদ্দীপকের উপস্থিতির উপর। অনুবর্তন আচরণ বজায় রাখার জন্য কখন কিভাবে শক্তিদায় উদ্দীপক ব্যবহার করতে হবে তা স্কিনার উল্লেখ করেছে। একে সিডিউল বলে। 

প্রাচীন অনুবর্তন তত্ত্বের সীমাবদ্ধতা 

প্রাচীন অনুবর্তন তত্ত্বের শিখনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য বলে ও এর কিছু সীমাবদ্ধতা আছে। যেমন-

1. সমস্ত ধরনের শিখনকে এই তত্ত্ব ব্যাখ্যা করতে সক্ষম নয় বিশেষ করে ধারণা শিখন সমস্যার সমাধানের মত উচ্চ স্তরে শিখনকে এই তথ্য ব্যাখ্যা করতে পারে না।

2. নির্মতর প্রাণী ও পশুদের শিখনের এই তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও বয়স্কদের শিখনের এই তত্ত্ব বিশেষ কার্যকরী নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01