কোনো ফলাফল পাওয়া যায়নি

    সুপার সাইক্লোন (Super Cyclone)

    সুপার সাইক্লোন (Super Cyclone)


    ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির মধ্যে সাইক্লোন (cyclone) অন্যতম। ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় লক্ষ করা যায়। ঘূর্ণিঝড় তীব্র আকার ধারণ করলে এবং বেগ ঘণ্টায় 150 কিমির অধিক হলে তাকে সুপার সাইক্লোন (super cyclone) বলে। গত 29 অক্টোবর 1999 সালে এক ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা ও ওড়িশার উপকূলে ঝাঁপিয়ে পড়ে যা Super Cyclone নামে পরিচিত। পারাদ্বীপের 180 কিমি দূরে কেন্দ্রীভূত ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় 200-250 কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ে ওড়িশার 12টি জেলায় ভয়ংকর ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক লক্ষ ঘরবাড়ি ভেঙে পড়েছে। অসংখ্য মানুষ মারা গিয়েছেন। দেড় কোটি মানুষ বিপর্যয়ের শিকার। বিদ্যুৎহীন হয়ে পড়ে ভুবনেশ্বর, পারাদ্বীপসহ রাজ্যের বিস্তৃর্ণ অঞ্চল। পুরীতে সমুদ্রের জল 10-12 ফুট উঁচু হয়ে পাড়ে আছড়ে পড়ে।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال