ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি(Origin of Tropical Cyclone)
ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির সঠিক কারণ সম্বন্ধে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত স্পষ্ট ধারণা দিতে পারেননি। তবে এ প্রসঙ্গে সবাই একমত যে স্থানীয় পরিচলন স্রোত এবং তার সঙ্গে সম্পর্কিত কুণ্ডলাকৃতি বায়ুপ্রবাহ এই ঘূর্ণবাতের উৎপত্তির জন্য দায়ী।
ঘূর্ণবাত সৃষ্টির জন্য সমুদ্র জলের তাপমাত্রা (sea surface temperature) 27°C-এর বেশি হওয়া দরকার। তাছাড়া বাষ্পীভবন, লীনতাপ এবং বায়ুর অস্থিরতা (instability) অনেক বেশি হওয়া প্রয়োজন। এইরূপ অবস্থা সাধারণত মহাসাগরের পশ্চিমে পাওয়া যায় বলে পৃথিবীর অধিকাংশ ঘূর্ণবাত শান্ত বলয়ের পশ্চিম সমুদ্রে দেখা যায়।
তাছাড়া কোরিওলিস বলের পরিমাণ অধিক এবং উল্লম্ব বায়ু বিচ্যুতি (wind shear) কম থাকা প্রয়োজন। কোরিওলিস বলের মান অধিক হলে বায়ুতে যথেষ্ট আবর্তন সৃষ্টি হতে পারে যা ঘূর্ণবাতের সৃষ্টি করে। নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বলের পরিমাণ কম তাই নিরক্ষরেখার উত্তর-দক্ষিণে ১. অক্ষাংশের মধ্যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় না। আর যে অঞ্চলে উল্লম্ব বায়ু বিচ্যুতি বেশি হয় সেখানে বায়ু আবর্ত (vortex) প্রায় সৃষ্টি হয় না, ফলে ঘূর্ণবাতের উৎপত্তি হয় না। সাধারণত উত্তর গোলার্ধে নিরক্ষীয় শাস্তমণ্ডল (doldrum) যখন নিরক্ষরেখা থেকে কিছুটা দূরে অবস্থান করে, মূলত জলবিষুব (autumnal equinox) সময়ে, তখন ঘূর্ণবাত অধিকমাত্রায় উৎপত্তি হয়। তবে দক্ষিণ আটলান্টিক ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই ঘূর্ণবাত প্রায়ই দেখা যায় না, কারণ শাস্তবলয় নিরক্ষরেখার খুব একটা দক্ষিণে সরে যায় না।