প্রাকৃতিক বিপর্যয়(Natural Disaster)
সংজ্ঞা (Definition): প্রকৃতির বিভিন্ন ঘটনা পরিবেশের স্বাভাবিক অবস্থাকে অচল করে তোলে তখন তাদের প্রাকৃতিক বিপর্যয় বলে। প্রাকৃতিক বিপর্যয় ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক।
প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান কয়েকটি উদাহরণ হল-ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অগ্ন্যুৎপাত, বন্যা ইত্যাদি। কখনো-কখনো একটি প্রাকৃতিক বিপর্যয় অন্য এক বা একাধিক বিপর্যয়কে সঙ্গে নিয়ে আসে। যেমন-ভূমিকম্প সৃষ্ট ভূমিধস বা বন্যা অথবা দীর্ঘস্থায়ী বন্যা থেকে মহামারি। পৃথিবীর এক-একটি অঞ্চল এক-এক প্রকার বিপর্যয়প্রবণ। হিমালয় সন্নিহিত অঞ্চল যেমন ভূমিকম্প ও ভূমিধসপ্রবণ তেমনি উপকূল অঞ্চল সর্বদা ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসপ্রবণ।
বৈশিষ্ট্য (Characteristics): প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান যে বৈশিষ্ট্যগুলি লক্ষণীয় তা হল-
1. প্রাকৃতিক বিপর্যয় উপস্থিত হয় প্রকৃতির খেয়ালে। সেই কারণে দেশকালে ভেদে তাদের উদয়, বৃদ্ধি, গতিপথ ও স্থায়িত্ব সম্বন্দ্বে খুব একটা সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না।
2. প্রাকৃতিক বিপর্যয় এক বিশ্বব্যাপী প্রক্রিয়া, পৃথিবীর সবদেশেই কোনো-না-কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয় লেগে রয়েছে। আর ভারতেও প্রতি বছর কোনো-না-কোনো রাজ্যে এক বা একাধিক এধরনের বিপর্যয় দেখা যায়।
3. পরিসংখ্যান থেকে দেখা গেছে প্রাকৃতিক বিপর্যয়গুলির মধ্যে আর্থিক ক্ষয়ক্ষতির বিচারে ভূমিকম্পের অবদান সর্বাপেক্ষা অধিক হলেও প্রাণহানির দিক থেকে ক্রান্তীয় সাইক্লোনের স্থান সবার উপরে।
4. প্রাকৃতিক বিপর্যয় প্রায় অপ্রতিরোধ্য, তবে মানুষজনের সচেতনতা ও উপযুক্ত প্রস্তুতি থাকলে তাদের ধ্বংসাত্মক প্রভাব ও ক্ষয়ক্ষতি অনেকখানি কমিয়ে ফেলা সম্ভব হয়।
5. প্রাকৃতিক বিপর্যয় পরিমাপের সুনির্দিষ্ট স্কেল নেই। তবে বিপর্যয়ের ক্ষয়ক্ষতি নানা স্কেলে পরিমাণ করা হতে পারে-প্রাণহানির পরিসংখ্যান যাদের মধ্যে অন্যতম।
শ্রেণিবিভাগ (Classification): প্রাকৃতিক বিপর্যয়ের শ্রেণিবিভাগ নানাভাবে করা যেতে পারে। বিপর্যয়ের কারণ হিসাবে প্রাকৃতিক বিপর্যয়কে চারভাগে ভাগ করা যেতে পারে-
1.জলবায়ু সংশ্লিষ্ট: ঝড়, সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, জোয়ারের জল ও জলোচ্ছ্বাস।
2. জল সম্পর্কিত: বন্যা, বজ্রপাত, জোয়ার, ভারী বৃষ্টি, জলস্তম্ভ ও খরা।
3. ভূ-সম্পর্কিত: ভূমিকম্প, ভূমিক্ষয়, আগ্নেয়গিরির উদ্গীরণ, ধস, হিমানি সম্প্রপাত প্রভৃতি।
4. বনভূমি সম্পর্কিত: দাবানল বা আগুন।
অন্যভাবে প্রকৃতিক বিপর্যয় শ্রেণীবিভাগ করা যায় যা নিজের ফ্লো চিত্রের মাধ্যমে দেখানো হলো।