সুন্দরবনের ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র(Mangrove Ecosystem of Sundarban)
ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের সমুদ্র উপকূলবর্তী মোহনা জোয়ার প্লাবিত লাবণিক পরিবেশে গুল্ম ও বৃক্ষ বৈশিষ্ট্যসম্পন্ন বাস্তুতন্ত্রের সৃষ্টি করে, একে ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র বলে। এই বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যপূর্ণ লবণাম্বু উদ্ভিদকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয়। সাধারণত গঙ্গা-ব্রহ্মপুত্রের নবীন বদ্বীপ সুন্দরবন (9630 বর্গ কিমি) পৃথিবীর অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র বা অরণ্য। সুন্দরী গাছ (Heritiera fomes)-এর জন্য সুন্দরবন নামকরণ হয়েছে বলেন মনে করা হয়। নিম্ন গাঙ্গেয় লবণাক্ত জল বা মৃত্তিকার ইউরিহ্যালাইন পরিবেশে জোয়ারভাটা, বৃষ্টিপাত ও সামুদ্রিক ঝড় বৈশিষ্ট যুক্ত অজৈব উপাদানসমূহের সঙ্গে সঙ্গতি রেখে সজীব উপাদানের উৎপাদক হিসাবে লবণাম্বু উদ্ভিদ সম্প্রদায়, বিভিন্ন স্তরের খাদক হিসাবে বৈশিষ্ট্যপূর্ণ প্রাণীসম্প্রদায় এবং বিয়োজক বা অণুখাদক হিসাবে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের উপস্থিতি পরিলক্ষিত হয় যা বাস্তুতন্ত্রের ধারাবাহিকতাকে বজায় রাখে।
1. সুন্দরবনের উদ্ভিদ সম্প্রদায় (Flora of Sundarban): এই অঞ্চলে বাইন (Aricennia), গরান (Ceriops), গেও (Excoecaria), গোলপাতা (Nipa) প্রভৃতি ম্যানগ্রোভ উদ্ভিদ যাদের মূল বৈশিষ্ট্য হল লবণাক্ত মৃত্তিকায় শ্বসনকার্যের জন্য শ্বাসমূল; নরম পলি মাটিতে সরল অবস্থানের জন্য ঠেসমূল ও জরায়ুজ অঙ্কুরোদ্গম পরিলক্ষিত হয়।
2. সুন্দরবনের প্রাণী সম্প্রদায় (Fauna of Sundarban): পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রাণী সম্প্রদায়গুলি হল বিভিন্ন স্তন্যপায়ী, রয়েল বেঙ্গল টাইগার (Panthera Tigris), চিতল হরিণ (Cerus Axis), বনবেড়াল ইত্যাদি। বিভিন্ন সরীসৃপ-কুমির (Crocodylus porosus), কচ্ছপ (Lepids chelysolivacea), উভচর-বিভিন্ন ব্যাঙ (Funa, Bufo, Rachophorus), স্যালামান্ডার ইত্যাদি। মাছ-ভেটকি (Latis calcarifer), ভাঙন (Liza tada), ইলিশ (Hilsa hilsa) ইত্যাদি। বিভিন্ন পতঙ্গ-ওইকোফাইলা (Decophila) প্রজাতি অ্যান্যাফিলিশ ইন্ডিগো, ম্যানোফিলিস সুন্দারিকাস, কিউলেক্স ফাটিগান্স, এডিস নেভিয়াল ইত্যাদি। সুন্দরবনের বাস্তুতন্ত্রে 106 প্রজাতির আদ্যপ্রাণী, 998 প্রজাতির অমেরুদন্ডী প্রাণী এবং 481 প্রজাতির মেরুদন্ডী প্রাণী বসবাস করে।
3. বিয়োজক জীব (Decomposers): সুন্দরবন বাস্তুতন্ত্রে উৎপাদক ও খাদক ছাড়াই বৈচিত্র্যপূর্ণ বিয়োজক জীবগোষ্ঠী বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এইসব বিয়োজক জীবগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য হল মৃতজীবী ব্যাকটেরিয়া ও ছত্রাক। এরা মৃত উদ্ভিদ ও প্রাণীর জৈব যৌগকে বিয়োজিত করে অজৈব যৌগে পরিণত করে। এরা সুন্দরবনের বাস্তুতন্ত্রের জীবীয় ও অজীবীয় উপাদানের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।