আন্তঃআঞ্চলিক মাটি (Intrazonal Soil)
যে সব মাটির উৎপত্তির ক্ষেত্রে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি গুরুত্বপূর্ণ উপাদানগুলির চেয়ে স্থানীয় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, মূলশিলা, স্থানীয় পরিবেশ প্রভৃতির প্রভাব বেশি তাদের আন্তঃআঞ্চলিক মাটি বলে (a group of soils with well developed characteristics that reflect the dominance of some local factors like relief, parent material or age over the usual effect of vegetation and climate.)।
বৈশিষ্ট্য (Characteristics): (i) এই মাটিতে মাটির স্তরগুলি মোটামুটি বোঝা যায়। (ii) এই মাটিতে জলনিকাশি ব্যবস্থা অনুকূল হয় না। (iii) এই মাটি লবণতা, আর্দ্রতা, ক্ষারকীয়তার সঙ্গে যুক্ত।
উদাহরণ: সোলানচাক (solonchak), রেন্ডজিনা (rendzina), বগ বা জলার মাটি (bog soil)।