welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ইন্ডেক্স সাইকেল(Index Cycle)

ইন্ডেক্স সাইকেল(Index Cycle)


জেট বায়ুপ্রবাহের উৎপত্তি থেকে সমাপ্তি সম্পূর্ণ পর্যায়কে জীবনচক্র বা Index Cycle বলা হয়। জেট বায়ুর চারটি পর্যায় আছে।

(i) প্রথম পর্যায়: এই পর্যায়ে জেট স্টিম উত্তরে মেরু অঞ্চলে অবস্থান করে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এই বায়ুস্রোতের স্রোতের উত্তরে শীতল মেরুদেশীয় বায়ুপ্রবাহ এবং দক্ষিণে উপক্রান্তীয় বায়ুপুঞ্জ অবস্থান করে। উচ্চতর অক্ষাংশে ঝড়, বৃষ্টির প্রাদুর্ভাব ঘটে। জেট বায়ুপ্রবাহের এই পর্যায়ে high zonal index বলে।

(ii) দ্বিতীয় পর্যায়: এই পর্যায়ে জেট স্ট্রিম-এর তরঙ্গ ক্রমশ বৃদ্ধি পেতে পেতে নিম্ন অক্ষাংশে নিরক্ষরেখার দিকে এগিয়ে আসে। ফলে শীতল মেরু অঞ্চলের বায়ু নিম্নতর অক্ষাংশে এবং উষু নিরক্ষীয় অঞ্চলের বায়ু উচ্চতর অক্ষাংশে স্থানান্তরিত হয়।

(iii) তৃতীয় পর্যায়: এই পর্যায়ে জেট স্ট্রিম আরো প্রবল হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। ফলস্বরূপ মেরু অঞ্চলের শীতল বায়ু আরো বেশি নিরক্ষরেখার দিকে সরে আসে এবং উচ্চ নিরক্ষীয় অঞ্চলের বায়ু আরো বেশি উচ্চতর অক্ষাংশের দিকে স্থানান্তরিত হয়।

ii) চতুর্থ পর্যায়: এটি সর্বশেষ পর্যায়। বায়ু তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ পর্যায় পৌছায়। তরঙ্গ দৈর্ঘ্য নিম্ন অক্ষাংশে চলে আসে। এই পর্যায়কে Low Zonal Index বলা হয়। তরঙ্গ দৈর্ঘ্যের বাঁকগুলি মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে ছোটো ছোটো বায়ু কোশে পরিণত হয়। এরফলে নিম্নতর অক্ষাংশে শীতল মেরুদেশীয় বায়ু ক্ষুদ্র কোশে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে, যার চারিদিকে উদ্বু বায়ু অবস্থান করে এবং উচ্চ অক্ষাংশে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায়। ফলে এই পর্যায়ে জেট স্ট্রিমের নিজস্ব বৈশিষ্ট্য থাকে না। এইভাবে জেট স্ট্রিমের জীবনচক্র শেষ হয়। আবার মেরু অঞ্চলের উপর দিয়ে স্বল্প বক্রতা নিয়ে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01