দুর্যোগ(Hazard)
সংজ্ঞা ও ধারণা (Definition and Concept)
একটা সময় ছিল যখন মানুষ বিদ্যুতের দেখে মনে করত দেবতার রোধ। পৃথিবী কাঁপলে মানুষ মনে করত সাপের মাথার ওপর পৃথিবী, সাপ নড়লে পৃথিবীতে ভূমিকম্প হয়। দাবানলকে মনে করত দেবতার রোষানল। এরকম আরও কত কি। তাইতো মনে করত দেবতাকে তুষ্ট করলে তবেই পৃথিবী বিপদমুক্ত, নইলে সর্বনাশ।
আদিম মানুষ বিজ্ঞানমনস্ক ছিল না, তাছাড়া বিজ্ঞানও তত উন্নত ছিল না, কাজেই নানারকম অবৈজ্ঞানিক কল্পনা জন্ম নিয়েছিল মানুষের মনে। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি খুবই উন্নত, মানুষ যে-কোনো প্রাকৃতিক দুর্ঘটনাকে বিশ্লেষণ করতে শিখেছে, সেই সলো কী করে এদের সঙ্গে ঘর করতে হয় সে-বিজ্ঞানও আয়ত্ত করেছে। আগ্নেগিরির লাভাস্রোত, সমুদ্রের বিধ্বংসী ঢেউ, ভূমিকম্পের প্রবল আন্দোলন এসব প্রাকৃতিক দুর্ঘটনা এখন দুর্যোগ বা বিপর্যয় নামে পরিচিত। এগুলি যে কেবল লক্ষ লক্ষ মানুষের প্রাণ নষ্ট করে তা নয় কোনো দেশের বা মানব সভ্যতার বহু বছরের অর্জিত সাফল্যগুলোকে ধূলিসাৎ করে দেয়। এরকম বেশকিছু প্রাকৃতিক বিপর্যয়ের কাছে আমাদের আজও হাত-পা বাঁধা।
আমরা সবাই হামেশাই প্রাকৃতিক দুর্যোগ বা Natural Hazard কথাটি বলে থাকি। কিন্তু এই দুর্যোগ বলতে ঠিক কী বোঝায় তা সর্বদা আমাদের কাছে পরিষ্কার হয় না। কোনো একটা পরিস্থিতি হঠাৎ স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটালে এবং যার ফলে জীবন ও সম্পদহানির সম্ভাবনা তৈরি হলে তাকে দুর্যোগ বলে। এই দুর্যোগ নানা কারণে হতে পারে-প্রকৃতিগতভাবে কিংবা মানুষের বিভিন্ন কার্যাবলির দ্বারা কিংবা প্রকৃতি ও মানুষ এই দুয়ের মিশ্রণে। দুর্যোগ সৃষ্টি হলে যে মানবজীবনে বিপুল ধ্বংস বা ক্ষয়ক্ষতি হবে এমনটা বলা যায় না। যেমন সমুদ্রের মধ্যে যদি প্রবল ঘূর্ণবাতের সৃষ্টি হয় এবং তা সমুদ্রেই মিলিয়ে যায় তবে সেটি একটি দুর্যোগ বলে গণ্য হবে, কিন্তু সেক্ষেত্রে জীবনহানির ঘটনা জড়িত থাকবে না। একইভাবে জনহীন মরু অঞ্চলে ভূমিকম্প হলে তাও দুর্যোগরূপে পরিগণিত হবে। সুতরাং দুর্যোগকে নানাভাবে সংজ্ঞায়িত করা যায়।
1. জন উইটো (John Whittow, 1980): প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি বিপজ্জনক অবস্থা যা জীবন ও সম্পদহানির সম্ভাবনা তৈরি করে তাকে দুর্যোগ বলে।
2. উইকিপিডিয়া (Wikipedia, The free Encyclopedia): দুর্যোগ হল এমন এক অবস্থা যা জীবন, স্বাস্থ্য, সম্পত্তি কিংবা পরিবেশের পক্ষে এক ভীতি (threat) সঞ্চার করে।
দুর্যোগের বৈশিষ্ট্য (Characteristics of Hazards)
1. দুর্যোগ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট উভয় কারণে হতে পারে।
2. দুর্যোগে প্রবল ক্ষয়ক্ষতি হয় না, তবে জীবন ও সম্পদহানির সম্ভাবনা তৈরি হয়।
3. দুর্যোগ সাধারণ ক্ষুদ্র স্কেলে হয় অর্থাৎ দুর্যোগ বিশাল এলাকা বা বিশাল জনগোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করে না।
4. দুর্যোগকে আধুনিক প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত করা যায়।